দিনের বাছাই করা খবর দেখুন রেবেল Breaking News 15-04-202 #Breaking #Bengali_news #rebelindialive

Просмотров: 4   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
2
icon
Скачать
iconПодробнее о видео
১. কলকাতা

বৃহস্পতিবার দুপুরের পর থেকেই মেঘলা দক্ষিণবঙ্গের একাধিক এলাকার আকাশ। হালকা বৃষ্টিও হয়েছে কিছু এলাকায়। বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে নববর্ষেই খানিক স্বস্তি মিলতে চলেছে বঙ্গবাসীর। বছরের শুরুতেই একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

২. বীরভূম

গতকাল বৃহস্পতিবার বীরভূমের বিভিন্ন এলাকায় হঠাৎ ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টি লক্ষ্য করা যায়। সেই শিলা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের ফসল।সেই শিলাবৃষ্টিতে গাছের পাতা সহ ধান যেভাবে ক্ষতি হয়েছে তাতে চাষীদের মাথায় হাত পড়তে শুরু করেছে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে সেই ফসল আর তোলা যাবে না।

৩. সিউড়ি

পয়লা বৈশাখের দিন প্রতি বছর বার পুজোর আয়োজন করা হয়ে থাকে। ফুটবল মাঠে এই বার পুজোর আয়োজন করা হয় মূলত সারাবছর যাতে খেলোয়াড়রা সুস্থ থেকে খেলায় অংশগ্রহণ করতে পারেন। প্রতিবছরের ন্যায় এই বছরও বীরভূমের সিউড়ির ডিএসএ ময়দানে বার পুজোর আয়োজন করা হয়। যেখানে দেখা যায় আট থেকে আশি সকলকেই এই পুজোতে অংশগ্রহণ করতে।

৪. দুর্গাপুর

সেপকো টাউনশিপ এলাকায় বহুতল আবাসনের ভেতর অভিনব কায়দায় আলমারি থেকে চুরি যাওয়া অলংকার কয়েক ঘণ্টার ব্যবধানে উদ্ধার করল দুর্গাপুরের বি-জোন ফাঁড়ির পুলিশ।গ্রেফতার বাচ্চার আয়া। শুক্রবার সাংবাদিক বৈঠক করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ACP প্রবুদ্ধ মুখোপাধ্যায়।

৫. দিঘা

আজ বাংলা বছরের প্রথম দিন। আর সেই প্রথম দিনে উপচে পড়া ভিড় পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সমুদ্র সৈকতে।ভিড়ের মাঝে কোনরকম দুর্ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের তরফ থেকে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। হোটেলগুলিও এখন সম্পূর্ণ বুক। তাই আগে থেকে বুকিং ছাড়া পর্যটকরা চলে এলে ফিরতে হচ্ছে তাদের।

৬. সোদপুর

অনুব্রত মণ্ডলের জলবাতাস তথ্য এবার সোদপুর সাব ট্রাফিক গার্ডে। গরমের তীব্র দাবদাহে পথচলতি মানুষের প্রাণ ওষ্ঠাগত, সেসময় ক্লান্ত পথচারীদের সুবিধার্থে জল বাতাসা খাওয়ানোর ব্যবস্থা করলেন সোদপুর সাব ট্রাফিক গার্ডের ট্রাফিক পুলিশ কর্মীরা। সোদপুর সাব ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় জলছত্র শুভ উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মনোজ ভার্মা।

৭. পাণ্ডবেশ্বর

ECL-র নিরাপত্তার গাফিলতিতে পণ্যবাহী গাড়ি উল্টে মৃত্যু ২ আহত ৯। নিরাপত্তার গাফিলতি অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকে পাণ্ডবেশ্বরের কুমারডিহি A -কোলিয়ারিতে বিক্ষোভের নামল সহকর্মীরা এবং স্থানীয়রা। বিক্ষোবের সামিল হল তৃণমূল শ্রমিক সংগঠন। মৃত্যু হয়েছে স্থায়ী খনি কর্মী বিজালি রায় ও ঠিকা কর্মী সন্তু গড়াই।


রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  দিনের বাছাই করা খবর দেখুন রেবেল Breaking News 15-04-202 #Breaking #Bengali_news #rebelindialive - RusLar.Me