ইন্ডিয়ান যোগা ফেডারেশনে প্রথম এগরার দশম শ্রেণীর ছাত্র সৌভিক #Indian_Yoga_Federation #Yoga #Egra

Просмотров: 11   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
1
icon
Скачать
iconПодробнее о видео
রোগকে দূরে রাখতে যোগেই ভরসা রাখেন বহু মানুষ। আর এই যোগের হাত ধরেই জীবনে সাফল্যের পথে পা রাখল এক স্কুল পড়ুয়া । পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার অন্তর্গত পানিপারুল মুক্তেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সৌভিক ইন্ডিয়ান যোগা ফেডারেশনের হরিয়ানা এগিয়ে প্রথম স্থান অধিকার করেছে। যাকে ঘিরে কার্যত খুশির হাওয়া এগরা বিধানসভার পানিপারুল মুক্তেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সেইসঙ্গে তার গ্রাম বহলিয়ায়।

সৌভিক পড়াশোনায় যেরকম মেধাবী তেমনি যোগাসনে প্রথম থেকেই দক্ষতার পরিচয় রেখেছে। তার এই ধরনের সফলতায় কার্যত খুশি স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও বহলা গ্রামের গ্রামবাসীরা। স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা তাকে স্কুলের পক্ষ থেকে ফুল-মিষ্টি দিয়ে সংবর্ধিত করলেন এই স্কুলের প্রধান শিক্ষক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনি সৌভিকের হাতে যেরকম মিষ্টি তুলে দেন তেমনি একগুচ্ছ আশীর্বাদ হিসেবে ফুলের তোড়া তুলে দিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সামনে। সেই সঙ্গে তিনি আশীর্বাদ করলেন ভবিষ্যতে ছাত্রটি শুধু ভারতবর্ষে নয় বিশ্বের দরবারে একটি সুনাম এনে দেবে বলে জানান তরুণ বাবু।

স্কুলের তরফ থেকে যেমন মিষ্টিমুখ করানো হয়েছে তেমনি মা এবং দাদু ভীষণ খুশী। মা কল্যাণী দেবী কথায়, তার ছেলের আরো সুনাম সেইসঙ্গে স্কুলের মান উন্নয়ন করুক ও একই সাথে তিনি স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

#meditation #yoga #fitness #yogalife #Egra_student

রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  ইন্ডিয়ান যোগা ফেডারেশনে প্রথম এগরার দশম শ্রেণীর ছাত্র সৌভিক #Indian_Yoga_Federation #Yoga #Egra - RusLar.Me