দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express 23-02-2022

Просмотров: 10   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
1
icon
Скачать
iconПодробнее о видео
১. কলকাতা:-আবারও বৃষ্টির দেখা মিলছে রাজ্যে

ঠান্ডা কেটে গরমের শুরুতেই রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। বর্ষাকাল তো রয়েইছে, শীত হোক বা বসন্ত, রাজ্যে বৃষ্টির দাপট লেগেই আছে। দু-এক দিন নিস্তার পাওয়ার পরেই আবারও বৃষ্টির দেখা মিলছে রাজ্যে। এরই মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা দিয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃ্ষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।

২. দিল্লি :-কিছুটা অস্বস্তিতে কেন্দ্রিয় স্বাস্থ্যমন্ত্রক

করোনা নিয়ে গত কয়েকদিন ধরে চলা স্বস্তির মধ্যে এবার কিছুটা অস্বস্তি। গত কয়েকদিন ধরে কমতেই ছিল দেশের দৈনিক করোনা সংক্রমণ। এবার গত দিনের তুলনায় ভারতে সামান্য বাড়ল দৈনিক করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১০২ জন। গত দিনে দৈনিক করোনা সংক্রমণ ১৫ হাজারের নিচে নেমে গিয়েছিল।


৩. ইংরেজবাজার:-ইংরেজবাজারে প্রচারের ঝড়

ইংরেজবাজার পৌরসভার ১৭ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শুভময় বসুর সমর্থনে প্রচারে এসে ঝড় তুললেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। ব্যানার-ফেস্টুন এবং দলীয় ঝান্ডা নিয়ে মিছিলে অংশ নেন ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকরা। সারা ওয়ার্ড পরিক্রমা করে নির্বাচনী প্রচার করা হয়


৪. দুর্গাপুর :-বারবার মিলেছে মিথ্যে প্রতিশ্রুতি

৪ মাস বেতন নেই, ৯ মাস জমা পড়েনি প্রভিডেন্ড ফান্ড এর টাকা,বরং বারবার মিলেছে মিথ্যে প্রতিশ্রুতি। এরই প্রতিবাদে বুধবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের অস্থায়ী কর্মীরা কাজ বন্ধ করার পাশাপাশি বেসরকারি এজেন্সিকে ব্ল্যাক লিস্টেড করে দেওয়ার দাবী জানিয়ে হাসপাতাল গেটের সামনে বসলেন।

৫. আসানসোল:-উদ্ধার নগদ প্রায় ২৩ লক্ষ টাকা

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটিট্রাফিক গার্ডের পক্ষ থেকে সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া রেলগেটের সামনে গাড়ি চেকিংয়ের সময় একটি বিহারের নম্বরপ্লেট লাগানো বুলেরো গাড়ির ভেতর থেকে নগদ প্রায় ২৩ লক্ষ্য ৫০ হাজার টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।



৬. শান্তিনিকেতন:-বিক্ষোভে বিশ্বভারতীর পড়ুয়ারা

বিশ্বভারতীর পঠন-পাঠন স্বাভাবিক হলেও হোস্টেল না খোলায় অসুবিধায় পড়েছেন বিশ্বভারতীর পড়ুয়ারা। আজ সকালে শান্তিনিকেতনের সেন্ট্রাল অফিস বলাকা গেটে পড়ুয়ারা জমায়েত হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের পিছন দিয়ে কেন্দ্রীয় কার্যালয় ভেতরে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীদের কাছে তারা বাধা পেলে প্রথমে বসচা ও তারপর তাদেরকে সরিয়ে গেট খুলে কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।


৭. ইংরেজবাজার:-ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলির অভিযোগ

ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলি করার অভিযোগ ইংরেজবাজার পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মন্ডলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। বিজেপি প্রার্থীর প্রার্থীপদ খারিজের আবেদন নিয়ে কমিশনে যাচ্ছে তৃণমূল।


৮. বাঁকুড়া:-ডাম্পারের ধাক্কায় মৃত ১ মহিলা ও শিশু

বালি ভর্তি ডাম্পারের ধাক্কায় টোটোর মধ্যে থাকা এক মহিলা ও এক শিশু মৃত্যুর ঘটনায় আজ সকালে ব্যাপক উত্তেজনা ছড়াল বাঁকুড়ার ওন্দা থানার মিত্তিরবাঁধ এলাকায়। দুর্ঘটনার পরই ডাম্পার চালক ও খালাসি এলাকা ছেড়ে পালিয়ে যায়।

৯. বর্ধমান:- শুরু হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

করোনার সময় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতাও হয়নি। অবশেষে বর্ধমানের ঐতিহ্যবাহী কলেজ বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হল। এদিন মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন কলেজের অধ্যক্ষ।

১০. কাঁথি:-উতপ্ত কাঁথির ১৩ নম্বর ওয়ার্ড

স্লোগান পালটা স্লোগানে উতপ্ত কাঁথির ১৩ নম্বর ওয়ার্ড। রাজ্যের মৎস্যমন্ত্রীর ছেলে সুপ্রকাশ গিরি। তার সমর্থনে আজ রাজ্য তৃণমূল নেতা সুব্রত বক্সির সভার আয়োজন করা হয়। পাশাপাশি সকাল থেকে ১৩ নম্বর ওয়ার্ডে প্রচার করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরভোটের আগেই দুই রাজনৈতিক দলের স্লোগানে সরগরম এলাকা।


১১. জলপাইগুড়ি:-তিন ঘন্টার অপারেশনের পর জঙ্গলে ফিরল হাতির দল

বুধবার সাত সকালে খবর আসে রেতির জঙ্গল থেকে মোড়াঘাট জঙ্গলে যাবার পথে বানারহাট বাগানে আটকে রয়েছে ১০ থেকে ১৫ টি হাতির একটি দল। হাতির দলটিকে দেখতে পান চা বাগানের শ্রমিকরা। দেখামাত্রই খবর দেওয়া হয় বিন্নাগুরি ওয়াইল্ডলাইফ স্কোয়াডে। তিন ঘন্টার রুদ্ধশ্বাস অপারেশনের পর শেষমেষ তিনটি চা বাগান পার করে জঙ্গলে ফেরানো হল হাতির দলকে।

#newsbuleting #newsexpress #speednews #news


রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express 23-02-2022 - RusLar.Me