প্রায় ৫৪টি চিনা অ্যাপ বন্ধ করল মোদি সরকার

Просмотров: 9   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
0
icon
Скачать
iconПодробнее о видео
ফের ভারতে নিষিদ্ধ হল একগুচ্ছ অ্যাপ। প্রায় ৫৪টি চিনা অ্যাপ বন্ধ করল মোদি সরকার। ইতিমধ্যেই এমনই তথ্য প্রকাশ করা হয়েছে টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে। তবে, বন্ধ হয়ে যাওয়া অ্যাপের সম্পূর্ণ তালিকা প্রকাশ্যে না এলেও বেশ কয়েকটি অ্যাপের নাম জানা গিয়েছে।

সেই তালিকায় রয়েছে, Sweet Selfie HD, Beauty Camera – Selfie Camera, Equalizer & Bass Booster, CamCard for SalesForce Ent, Isoland 2: Ashes of Time Lite, Viva Video Editor, Tencent Xriver, Onmyoji Chess, Onmyoji Arena, AppLock, Dual Space Lite ইত্যাদি বহুল জনপ্রিয় অ্যাপস্। টেলিকম মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘৫৪টি চিনা অ্যাপকে ব্লক করা হয়েছে। প্লে স্টোর-এর মধ্যে আর সেগুলো ভারতে অ্যাকসেস করা যাবে না।’

ভারতীয়দের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার জন্য একাধিক অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার। এই অ্যাপগুলোর মধ্যে কয়েকটি টেনসেন্ট, আলিবাবা এবং গেমিং ফার্ম -এর মতো বৃহৎ চিনা প্রযুক্তি সংস্থাগুলোর সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। এদিকে এই প্রথম নয়। ২০২০ থেকে দেশে একাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ হচ্ছে। জানা গিয়েছে, ২০২০ সাল থেকে মোট তিনবার অ্যাপ ব্যান করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। ২০০০ এর ৬৯-এ আইন কাজে লাগিয়ে অ্যাপ ব্যান করা হয়। এখনও পর্যন্ত প্রায় ২২৪টি অ্যাপ সম্পূর্ণ ব্যান করা হয়েছে। যার মধ্যে আছে Tiktok Helo, UC News, UC Browser, MI Community, WeChat, Shareit, ES File Explorer-এর মতো একাধিক অ্যাপ।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, আইটি আইনের ধারা ৬৯-এ আইনকে কাজে লাগিয়ে একাধিক অ্যাপ বন্ধ করা হয়েছে। সাময়িক ভাবে প্লে স্টোরে নির্দিষ্ট কয়টি অ্যাপের অ্যাক্সেস বন্ধ করা হয়েছে। টেলিকম মন্ত্রকের এক আধিকারিক অধিকর্তা জানান, ‘টেনসেন্ট এবং আলিবাবার স্টেবলের অনেক অ্যাপ মালিকানা লুকানোর জন্য হাত বদল করেছে। এগুলো হংকং কিংবা সিঙ্গাপুরের মতো দেশগুলোর বাইরেও হোস্ট করা হচ্ছে, তবে ডেটা শেষ পর্যন্ত চিনের সার্ভারগুলোতে চলে যাচ্ছে।’ এই কারণেই ফের ব্যান করা হল আরও ৫৪টি অ্যাপ। জানা গিয়েছে ২০২০ সালে যে অ্যাপগুলো ব্যান হয়েছিল তার মধ্যে কয়েকটি অ্যাপ ক্লোন করে ফিরে এসেছিল। এবার ব্যান হওয়া ৫৪টি অ্যাপের মধ্যে রয়েছে সেগুলোও।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশে এখনও জনপ্রিয় অ্যাপগুলোর মধ্যে একটি টিকটক। এই অ্যাপটি মার্কিন যুক্তরাষ্ট্রেও ব্যান করার দাবি তুলেছিলেন ডোনাল ট্রাম। এদিকে ভারতে অ্যাপটি ব্যান হলেও বার বার তা ফিরে এসেছে।


রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  প্রায় ৫৪টি চিনা অ্যাপ বন্ধ করল মোদি সরকার - RusLar.Me