জাদু কা কামাল! মানসিক রোগীদের জন্য দারুন উদ্যোগ

Просмотров: 91   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
3
icon
Скачать
iconПодробнее о видео
মনরোগীদের কথা ভেবে এবার উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য দফতর। গোটা পশ্চিমবঙ্গ জুড়েই একাধিক কর্মশালার আয়োজন করা হয়েছে। তবে এই কর্মশালা আর পাঁচটা কর্মশালা থেকে অনেকটাই আলাদা। তার কারণ
ম্যাজিক শোয়ের মাধ্যমে মানসিক রোগীদের যন্ত্রণার কথা তুলে ধরা হচ্ছে গ্রামে গ্রামে।

বৃহস্পতিবার চন্দ্রকোনা টাউন বাসস্ট্যান্ডে এরকমই এক কর্মসূচির আয়োজন করা হয়। সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে, ম্যাজিক শো দেখতে যেমন ভিড় জমাচ্ছেন বহু মানুষ। তেমনি মানসিক রোগীর সমস্যা বোঝারও চেষ্টা করা হচ্ছে। অনেকসময় না বুঝেই মানসিক রোগীদের নিয়ে হাসি ঠাট্টা করে থাকেন অনেকে। অনেকেই আবার বুঝতে পারেন না সাধারণের মধ্যে মিশে থাকলেও হাজার রকম সমস্যায় জর্জরিত তাঁরা। তাই কী কী উপসর্গ দেখলে একজন মানসিক রোগীকে সঠিক চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে, সেই বার্তাও দেওয়া হচ্ছে এই কর্মসূচিতে।

স্বাস্থ্য দফতরের কর্তারা বলছেন, যৌনতা সম্পর্কে সচেতনতার অভাবে বহু সময়েই মানসিক রোগীরা নির্যাতনের শিকার হন। অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন অনেকে। বিভিন্ন মানসিক হাসপাতালে তো বটেই, মানসিক রোগীদের হোমেও একাধিক ঘটনার নজির আছে। ধাপে ধাপে বিভিন্ন মানসিক হাসপাতালের জন্য কর্মশালার আয়োজন করা হবে।


রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  জাদু কা কামাল! মানসিক রোগীদের জন্য দারুন উদ্যোগ - RusLar.Me