লাইট, ক্যামেরা, অ্যাকশন-এই নিয়ে বাঁচতেন তিনি। এই নিয়েই বাঁচতে চেয়েছিলেন তিনি। অভিনয় ছিল তাঁর প্রাণ। আর এই অভিনয়ের শ্যুটিংয়ের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা । অভিনয় কাজে যুক্ত থাকতে থাকতেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে। মাত্র ৫৭ বছর বয়সে প্রয়াত হলেন প্রবাদপ্রতিম অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।
১৯৬৪ সালের ৩ এপ্রিলে বরাহনগরে জন্মগ্রহণ করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। ১৯৮৬ সালে তরুণ মজুমদারের ছবি ‘পথভোলা’ দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ তাঁর। এক সময় প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পাল, টলিউড নায়কদের নামের সঙ্গে একযোগে উঠে আসতো অভিষেক চট্টোপাধ্যায়ের নামও। একক নায়ক হিসেবে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। গীত সংগীত, তুফান, সুজন সখী, নাগ নাগিনী- একের পর এক ভালো ছবি উপহার দিয়ে বাংলার দর্শকদের অন্তরে স্থান করে নিয়েছিলেন তিনি। বছরে ৮-১০টি ছবিতে নায়ক বা পার্শ্ব নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তবে মাঝখানে বেশ কিছুদিন অভিমান বড় পর্দার অভিনয় থেকে সরে গিয়েছিলেন। সম্প্রতি এই নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের বিরুদ্ধে কেরিয়ার নষ্টের অভিযোগও তুলেছিলেন।
তবে বিগত কয়েক বছর ধরে বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন। বড় পর্দা, ছোট পর্দা বা যাত্রা মঞ্চে এক রকম ঝড় তুলেছেন এই অভিনেতা। বর্তমানে ‘খড় কুটো’ সিরিয়ালে তৃণার বাবা, বা ‘মোহর’ সিরিয়ালে মোহরের শ্বশুরের ভূমিকায় অভিনয় করেও সিরিয়াল প্রেমীদের অন্তরে বড় জায়গা করে নিয়েছেন।
গত দু-তিন দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন অভিষেক চট্টোপাধ্যায়।
এরই মধ্যে বুধবার এক রিয়েলিটি শো-তে অংশও নিয়েছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। সেই অবস্থাতেই ফিরে যান বাড়িতে। এবারও তিনি হাসপাতালে যেতে নারাজ ছিলেন। রাতে বাড়িতেই শুরু হয় চিকিৎসা। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। রাত ১টা ৪০ মিনিট নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রবাদপ্রতিম এই অভিনেতা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাংস্কৃতিকমহল। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে অভিনেত্রী শতাব্দী রায় বলেন, আমি মেনে নিতে পারছি না যে অভিষেক দা আর নেই।
#প্রয়াতঅভিষেকচট্টোপাধ্যায় #tollywood #abhisekhchatterjeepassesaway
#actor
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: