ইউক্রেনে বন্দি থাকা ভারতীয় পড়ুয়ার মৃত্যু!

Просмотров: 15   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
2
icon
Скачать
iconПодробнее о видео
খাবারের লাইনে দাঁড়িয়ে বেঘোরে প্রাণ গেল..ইউক্রেনে বন্দি থাকা ভারতীয় পড়ুয়ার! সেই ভয়াবহ ছবি ধরা পড়েছে
শহরের সিসি ক্যামেরায়। সেই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ার কারণে ভাইরাল। লাগাতার গুলি বর্ষণ, বোমা,
মিসাইলের কাছে হাজার হাজার মানুষের প্রাণ যাচ্ছে, সেনা থেকে শুরু করে শিশু, কেউই বাকি নেই।

জানা গিয়েছে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের গভর্নর হাউসের সামনে বিস্ফোরণ ঘটায় রাশিয়া।
সেখানেই মৃত্যু হয় এই ভারতীয়র। নিহতের নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর। এই পড়ুয়া উত্তর কর্নাটকের বাসিন্দা
এবং মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিল। এক দোকানের লাইনে দাঁড়িয়ে ছিলেন নবীন। সেই মুহূর্তেই ওই
জায়গায় আছড়ে পড়ে রুশ বোমা। তাঁর বন্ধুরা জানিয়েছে, তারা হোস্টেলে থাকত কিন্তু নবীন গভর্নর হাউসের
পিছনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত। খাবার আনতে বেরিয়ে ছিল সে। তখনই এই হামলা হয়। যার ফলে মৃত্যু।

এই ঘটনার পরেই সেখানে আটকে থাকা বাকি ভারতীয়দের উদ্ধারে আরও বেশি তৎপর হয়ে উঠেছে ভারতের
সরকার। এই প্রেক্ষিতে বড় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক বিমান করে ইউক্রেন থেকে
ভারতীয়দের আনা তো হচ্ছেই, এবার তাদের উদ্ধারে গ্লোবমাস্টার বিমান পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।
ব্যুরো রিপোর্ট, রেবেল ইন্ডিয়া ডট লাইভ


#indiastudent #UkraineRussiaCrisis #death

রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

  © 2019-2021
  ইউক্রেনে বন্দি থাকা ভারতীয় পড়ুয়ার মৃত্যু! - RusLar.Me