দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express 08-03-2022

Просмотров: 12   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
1
icon
Скачать
iconПодробнее о видео
১. কলকাতা:-ঘাসফুলে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার

ঘাসফুলে যোগ দিলেন বিজেপির বহিষ্কৃত নেতা জয়প্রকাশ মজুমদার। নজরুল মঞ্চে মমতা ব্যানার্জির উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন জয়প্রকাশ। সঙ্গে তাঁর ছেলেও যোগ দিলেন ঘাসফুলে। জয়প্রকাশের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ফিরহাদ হাকিম। তৃণমূলে যোগ দিয়েই পদ পেলেন জয়প্রকাশ। তৃণমূলের রাজ্য সহ–সভাপতি পদে আনা হল জয়প্রকাশ মজুমদারকে।


২. মহিষাদল:-মৎস্যজীবীদের জালে বিরল প্রজাতির কচ্ছপ

নদীতে জাল টানার সময় মৎস্যজীবীদের জালে উঠে আসল একটি বিরল প্রজাতির কচ্ছপ। স্থানীয় ভাষায় একে ব্লাকুড় বলা হয়ে থাকে। ওজন প্রায় দেড় মন। মহিষাদলের বাড়ইপাড়া বয়াগড়া এলাকায় প্রাণীটিকে দেখতে ভীড় জমিয়েছে দূরদূরান্তের মানুষ।


৩. বীরভূম:-মাধ্যমিক পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা খারাপ হওয়ার কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানা এলাকার উত্তর রামচন্দ্রপুর গ্রামে। নাম মহিমা খাতুন বয়স (১৭)। এই ঘটনার খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়।


৪. দিল্লি:-দিনে দিনে বেড়ে চলেছে দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দরে আগুন। দিনে দিনে বেড়ে চলেছে দাম। পাশাপাশি মিটেছে দেশের পাঁচ রাজ্যের বিধানসভার ভোট। ফলে বিশেষজ্ঞদের মত, দেশের অভ্যন্তরীন বাজারেও এবার পড়তে চলেছে এর প্রভাব। আজ, মঙ্গলবার থেকেই কিছুটা প্রভাব পড়তে শুরু করল দেশে। দাম বাড়ল CNG-র। দিল্লিতে ৫০ পয়সা আর আশপাশের শহরে ১ টাকা করে বাড়ল CNG-এর দাম।


৫. নন্দীগ্রাম:-এক হাতে স্যালাইন অন্যহাতে কলম

এক হাতে স্যালাইন অন্যহাতে কলম। হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিলো নন্দীগ্রামের ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার্থী ফারাইয়া খাতুন। নন্দীগ্রাম রাজারামচক হাই স্কুলের ছাত্রী। পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় সেন্টারের দায়িত্বে থাকা আধিকারিকরা তাকে চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেসালিটি হাসপাতালে নিয়ে যায়।

৬. চন্দ্রকোনা:-আবগারি দপ্তরের সাফল্য

আবগারি বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের পোড়াহারি এলাকায় অভিযান চালাল। উদ্ধার বেশ কয়েক লিটার মদ ও মদ তৈরির সরঞ্জাম। এলাকার ঝোপের মধ্যে মাটির নিচে গর্তে লুকিয়ে রাখা ছিল এই সব সরঞ্জাম।


৭. শ্রীরামপুর:-আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নার্সিং কলেজ উদ্বোধন

মঙ্গলবার, 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসের সকালে হুগলির শ্রীরামপুর ওয়ালশ সুপার স্পেশালিটি হসপিটালে চালু হল রাজ্য সরকার পরিচালিত একটি নার্সিং কলেজের। এদিন কলেজটির উদ্বোধন করলেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়। হুগলি জেলায় সরকার পরিচালিত প্রথম এই নার্সিং কলেজে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে প্রথম পর্যায়ে ৬০ জন ছাত্র-ছাত্রী বিএসসি নার্সিং কোর্সে এ্য়ডমিশন নিয়েছেন।


৮. শান্তিনিকেতন:-মাত্রাতিরিক্ত বিলের দাবিতে পথ অবরোধ

শান্তিনিকেতন সংলগ্ন মোলডাঙ্গা গ্রামে আদিবাসী সম্প্রদায় মানুষজনদের মাত্রাতিরিক্ত বিল আসায় স্বারকলিপি জমা দেয় শান্তিনিকেতন ইলেকট্রিক অফিসে, মোলডাঙ্গা গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের অভিযোগ, তাদের ঘরে ইলেকট্রনিক্স দ্রব্যাদি কোন কিছুই নেই শুধুমাত্র লাইট ব্যবহার করে তারা। বর্তমানে তাদের বিল আসছে ২৫,০০০ টাকার অধিক।


৯. কাঁকসা:-জঙ্গলে শিকার রুখতে বনদপ্তরের সচেতনতা

হোলির আগে এবং পরে জঙ্গলে শিকার রুখতে এবং জঙ্গল বাঁচাতে কাঁকসার মলানদীঘি এলাকায় এবং স্থানীয় বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াদের নিয়ে সচেতনতা বনদপ্তরের। মঙ্গলবার কাঁকসার বেশ কয়েকটি এলাকায় বর্ধমান ডিভিশনের দুর্গাপুর রেঞ্জের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।



১০. বোলপুর:-নারী দিবস উপলক্ষে ট্রেনের মহিলা যাত্রীদের শুভেচ্ছা

নারী দিবস উপলক্ষে বোলপুর জিআরপি মহিলা আধিকারিক ও অফিসারদের তরফে ট্রেনের মহিলা যাত্রীদেরকে শুভেচ্ছা জানান হল। পাশাপাশি মহিলা যাত্রীদের গোলাপ ফুল দেওয়া হল। তার সাথেই নারীদের সুরক্ষার জন্য রেলের পেজে হেল্পলাইন টোল ফ্রি নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করার জন্য উৎসাহ প্রদান করা হয়।
#newsbuleting #newsexpress #speednews

রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

  © 2019-2021
  দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express 08-03-2022 - RusLar.Me