
রাতের নিয়ন আলোয় ব্যাংকক এক ভয়ানক মায়াবি শহর। আপনি যদি ব্যাংককে গিয়ে সুস্থ বিনোদন চান তাহলে চলে যেতে পারেন বিশ্বখ্যাত রোড খাওসানে। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সুন্দর একটা সময় কাটাতে পারবেন সেখানে। এই খাওসান রোডেই হলিউডের টাইটানিক খ্যাত নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিওর সিনেমা “দা বিচ” কিছুটা শুটিং হয়েছিলো। সস্তা বিয়ার, ইতালিয়ান ক্যাফে, পিংপং বল সবই চলে এখানে। আর যদি খাওয়া দাওয়া নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন, তাহলে যেতে পারেন ব্যাংককের রাতচাদা নাইট মার্কেটে। বিচিত্ররকম খাবার পেয়ে যাবেন সেখানে। এছাড়া চায়না টাউন তো আছেই। আমাদের আজকের ভিডিওটি ব্যাংককের নাইট লাইফ নিয়ে। আশাকরি আপনাদের ভালো লাগবে।