দু’বছর পর বুধবার থেকে স্কুলমুখী খুদেরা। পড়ুয়াদের স্বাগত জানাতে অভিনব উদ্যোগ স্কুলের

Просмотров: 17   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
1
icon
Скачать
iconПодробнее о видео
দীর্ঘ দু’বছর পর আবার স্কুলমুখী খুদেরা। আজ থেকে ফের স্কুলে শোনা যাবে ঘণ্টার ধ্বনি। ছোটদের স্কুলে ফেরাতে প্রস্তুত স্কুলবাড়িও। ঘরবন্দি থেকে এতদিন শুধু অনলাইনে যোগাযোগ ছিল বন্ধুদের সঙ্গে...এবার সেই বিচ্ছেদ কাটিয়ে বন্ধুদের সঙ্গে আবার দেখা হওয়ার পালা। আজ ফের আড্ডা, প্রাণখোলা হাসি, খেলাধূলা।

বীরভূমের সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত চাঙ্গুরিয়া গ্রামের আড্ডা প্রাথমিক বিদ্যালয়ে দু'বছর পর আগত পড়ুয়াদের অভিনব পদ্ধতিতে বরণ করে নিলেন শিক্ষক-শিক্ষিকারা। এদিন পড়ুয়াদের বরণ করে নেওয়ার জন্য স্কুলের গেট বেলুন দিয়ে সাজানো হয়। ওই গেট পার করে পড়ুয়ারা স্কুলে প্রবেশ করতেই তাদের ওপর বর্ষণ করা হয় ফুলের পাপড়ি। এর পাশাপাশি চন্দনের ফোটা এবং পেন পেন্সিল দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। অভিনব এই পদ্ধতিতে স্কুলে আসতে পেরে স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় বাসিন্দা থেকে ওই স্কুলের পড়ুয়ারা।


পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা দক্ষিন চক্রের অন্তর্গত 'কিশমত শিবরামনগর ১ নং প্রাথমিক বিদ্যালয়' এ শুরু হল বিদ্যালয়ের শ্রেণী কক্ষের মধ্যে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন প্রক্রিয়া। বিদ্যালয়ে প্রবেশের সময় শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের চন্দনে ফোঁটা, গোলাপ ফুল, কলম ও চকোলেট দিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানানো হল। বিদ্যালয়ে ফিরতে পেরে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা সকলে খুবই আনন্দিত।

আসানসোল শহরে প্রাথমিক ও হাই স্কুলে সকাল থেকেই হই হই ব্যাপার। স্যানিটাইজ করে স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পুনরায় স্কুল খোলা নিয়ে উৎসবের চেহারা। খুশি ছাত্র-ছাত্রীরাও। দীর্ঘদিন পর সেই চেনা ক্লাসরুম, চেনা স্যারেরা, বন্ধুর সঙ্গে খুনসুটি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে সমস্ত সাবধানতা অবলম্বন করে ছাত্রছাত্রীদের সুরক্ষার সঙ্গে পড়াশোনা করানো হবে।


উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সদর সার্কেলের সেবকপল্লিতে পার্বতী দেবী এফ পি স্কুলে শুরু হল প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণীর ক্লাসরুমে পঠন-পাঠন। মাস্ক ও স্যানিটাইজারের ব্যাবহার করে দীর্ঘ দুবছর বাদে ঘন্টা বাজিয়ে প্রার্থনা দিয়ে শুরু হল প্রাথমিক স্কুলের পড়াশোনা। রায়গঞ্জ শহরের সেবকপল্লী এলাকায় পার্বতীদেবী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেলো পুরানো সেই ছবি। নির্দিষ্ট সময়ের আগেই ছাত্রছাত্রীরা স্কুলে এসে হাজির। নির্দেশিকা মেনে মাস্ক পড়ে স্কুলে এসেছে ছাত্র-ছাত্রীরা। ছাত্রছাত্রীদের হাত স্যানিটাইজড করিয়ে প্রার্থনার লাইনে দাঁড় করিয়ে প্রার্থনা সেরে লাইন করে ছাত্রছাত্রীদের ক্লাসরুমে নিয়ে যাওয়া হয়। স্কুলে স্বাভাবিক পঠনপাঠন শুরু হওয়ায় খুশির হাওয়া শিক্ষক মহলে।


জলপাইগুড়ি শহরের সদর গালর্স প্রাথমিক বিদ্যালয়ে লক্ষ্য করা গেল স্কুলের গেটে পিঠে ব্যাগ নিয়ে ভিড় পড়ুয়াদের।


আজ থেকে রাজ্যের অন্যান্য জেলার সাথেই জলপাইগুড়ি জেলাতেও কোভিড বিধি মেনে খুলে গেল প্রাথমিক থেকে শুরু করে সমস্ত ধরনের সরকারি ও বেসরকারি স্কুল, দীর্ঘ প্রতীক্ষার পর স্কুলে আসার দিনটিকে শিশু মনে স্মরণীয় করে রাখতে, আয়োজন করা হয়েছে ছোট্ট অনুষ্ঠানের, স্কুলের শিক্ষিকাদের সমবেত কণ্ঠে গাওয়া গানের তালে হাতে উপহার নিয়ে স্কুলে প্রবেশ করছে ছাত্রীরা।

অনুষ্ঠানে উপিস্থিত হয়েছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়। তিনি নিজে হাত ধরে খুদে পড়ুয়াদের নিয়ে যান স্কুলের ভেতরে। তবে এখানেই শেষ নয়, একদিকে যেমন দীর্ঘ ঘরবন্দি দশা থেকে মুক্ত হয়ে স্কুলের জগতে আসার অফুরন্ত আনন্দ তার পাশাপাশি আজকেই স্কুলের স্বরসতী পুজোর সেই বহু আখাঙ্কিত একসঙ্গে বসে খিচুড়ি খাবারের ব্যাবস্থা করেছে স্কুল কর্তৃপক্ষ। তবে শুধু ওরাই নয়,অভিভাবকদের মুখেও ভোরের আলোর সঙ্গে দেখা গেলো খুশির হাওয়া।


একই ছবি ধরা পড়ল জলপাইগুড়ির অন্যান্য স্কুলেও...কোনো অনুষ্ঠান নয়, স্কুল খুলল এই উপলক্ষে সাজানো হয়েছে শ্রেণিকক্ষ। কেননা প্রায় দু'বছর পর প্রাথমিক বিদ্যালয় আর তাই ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করে তুলতে বেলুন দিয়ে সাজিয়ে ফেলা হয়েছে শ্রেণিকক্ষ থেকে ব্ল্যাকবোর্ড স্বাভাবিকভাবেই স্কুলে এসে খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিবাবকরা।
ব্যুরো রিপোর্ট, রেবেল ইন্ডিয়া ডট লাইভ

#school #jalpaigur #student

রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  দু’বছর পর বুধবার থেকে স্কুলমুখী খুদেরা। পড়ুয়াদের স্বাগত জানাতে অভিনব উদ্যোগ স্কুলের - RusLar.Me