আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত নিয়ে। আশা করি সঙ্গেই থাকবেন। সবাই সমুদ্র সৈকতে যেতে চায়। সমুদ্র প্রেমীরা চাইলে একদিনে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এ ঘুরে আসতে পারেন। বাঁশবাড়িয়া ইউনিয়ন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাঝখানে অবস্থিত।
বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
সীতাকুণ্ড থেকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। দেখার মতো আরেকটি জায়গা হল বাঁশবাড়িয়া রাবার বাগান। তবে বেশিরভাগ পর্যটকই সেখানে যান বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত দেখতে। এখানে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো বড় ঢেউ নেই। তবে সুসজ্জিত ঝোপঝাড়ের উপর বিস্তীর্ণ আকাশ এবং নীল জল বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতকে অনন্য করে তুলেছেন।
এখানকার প্রধান আকর্ষণ বাঁশবাড়িয়া ব্রিজ। এই সেতুর দৈর্ঘ্য সমুদ্রে আনুমানিক আধা কিলোমিটার। প্রবল জোয়ারে সেতুটি সম্পূর্ণ পানিতে তলিয়ে যায়। ভাটার সময় আবারও দেখা যায় সুন্দর স্টিলের তৈরি এই সেতু। তবে ভাটার সময়
সেতুটি পানিতে ভাসলে সবচেয়ে সুন্দর দেখায়।