মুখ্যমন্ত্রীর সভার আগেই চন্দ্রকোনায় চরম বিক্ষোভ, দাঁড়িয়ে পড়ল মমতার সভায় যাওয়ার গাড়িও #weather

Просмотров: 28   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
2
icon
Скачать
iconПодробнее о видео
গরম পড়তেই চন্দ্রকোনা পঞ্চায়েত এলাকায় জলসঙ্কট নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকলেও তার সমাধান করতে ব্যর্থ হচ্ছে পুরসভা। আর তার জেরেই ক্ষুব্ধ জনগণ পানীয় জলের দাবিতে এবার পথ অবরোধ শুরু করলেন।

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপুর গ্রামে ঘটেছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় মুখ্যমন্ত্রীর কর্মী সভায় যাওয়ার রাস্তায় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ। স্থানীয়দের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, ঘটনাস্থলে তড়িঘড়ি হাজির হন বিডিও অমিত ঘোষ।

জানা গেছে, গ্রামবাসীদের অভিযোগ, প্রায় নয় মাস ধরে তাঁদের পানীয় জলের সমস্যা রয়েছে। বারংবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না। সূত্রের খবর, এদিন গ্রামের মহিলা থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা হাঁড়ি কলসি নিয়ে রাস্তায় বসে পড়েন।

এই অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আটকে গিয়েছে মুখ্যমন্ত্রীর জনসভায় যাওয়ার বিভিন্ন কর্মী সমর্থকদের গাড়ি। সকলেরই দাবি দ্রুত জলের দাবি পূরণ না করা হলে তাঁদের এই অবরোধ চলবে।

#জলযন্ত্রণায়চন্দ্রকোনাবাসী
#chandrakona
#weatherproblem
#roadblock
#Rebelindialive

রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  মুখ্যমন্ত্রীর সভার আগেই চন্দ্রকোনায় চরম বিক্ষোভ, দাঁড়িয়ে পড়ল মমতার সভায় যাওয়ার গাড়িও #weather - RusLar.Me