দিনের বাছাই করা খবর দেখুন রেবেল Breaking News 03-04-2022 #Breaking #Bengali_news #rebelindialive

Просмотров: 7   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
1
icon
Скачать
iconПодробнее о видео
1) চৈত্রের শুরুতেও রেহাই নেই গরমের হাত থেকে। তবে এবার গরমে হাসফাস রাজ্যবাসীর জন্য ভালো খবর দিল আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা থাকলেও উত্তর ও দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা৷ যদিও বাড়তে থাকা জলীয় বাষ্পের কারণে আরও বাড়বে অস্বস্তি।

2) পেট্রল-ডিজেলের দাম বাড়তেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও বেড়ে গিয়েছে একলাফে অনেকটাই। প্রশাসনের নজরদারির অভাবে অগ্নিমূল্য বাজার ।পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় পাল্লা দিয়ে বেড়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও । আগামী দিন কীভাবে চলবে সেই নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলেই ।

3) দেখে মনে হবে অবিকল একটি ই এম ইউ কোচ। ঠিক সেই আদলে তৈরি হয়েছে স্কুল। ছোট ছোট শিশুদের স্কুলমুখী করতে এই উদ্যোগ নিয়েছে সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত। সেখানকার মধুসূদনপুরে তৈরি হয়েছে এই স্কুলটি।ট্রেনের বগিতে চেপে শিশুদের জন্য পড়াশোনার পাশাপাশি রয়েছে মিড ডে মিলের খাবার। সব কিছুই চলছে চড়ুইভাতির মেজাজে।

4) দীর্ঘ প্রায় এক বছর ধরেই মালদা জেলার হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রঞ্জিতপুর গ্রামের ফাঁকা মাঠে অবহেলায় অযত্নে পড়ে রয়েছে প্রাচীন যুগের বিষ্ণু মূর্তি।তাই জেলার পুরাতত্ত্ববিদ লাল চাইছেন, জেলা প্রশাসন বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দ্রুত মূর্তিটির সংরক্ষণ করা হোক।

5) বর্তমানে কোভিড পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হতেই শুরু হয়েছে সাংস্কৃতিক চর্চা।রাজ্যের বিভিন্ন জেলার কবিদের নিয়ে সংকলিত সুচেতনার উদ্যোগে মহিষাদল রবীন্দ্র পাঠাগার মঞ্চে আয়োজন করা হলো " কবিতা উৎসব"। রাজ্যের আমন্ত্রিত ৬০ জন কবিকে নিয়ে " কবিতা উৎসব" অনুষ্ঠিত হয়। কবি শুম্ভু রক্ষিতের লেখা কবিতা পাঠ ও চারাগাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা ঘটে।

6) রবিবার সকালে দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার হুগলি নদীর কেল্লার মোড়ের কাছে একটি মৃত ডলফিন দেখতে ভিড় জমায় এলাকার মানুষ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ডলফিনটির ডায়মন্ড হারবার হুগলি নদীর উপর দিয়ে যাওয়া জাহাজে ধাক্কা লাগে। সেই ধাক্কাতে আহত হয় এবং পড়ে নদীতে না যেতে পেরে ওখানে মারা যায়

7) ঐতিহাসিক মাহেশের জগন্নাথ মন্দিরে স্থাপিত হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা, এবং স্বামী বিবেকানন্দের মূর্তি ।এই উপলক্ষে আজকে মহেশের জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা অর্চনা এবং প্রসাদ বিতরণ। ঠাকুরের মূর্তি স্থাপন কে ঘিরে ভক্তদের মধ্যে সকাল থেকে উৎসাহ দেখা গেছে।

8) স্ত্রীর গোপন ভিডিও তুলে ব্ল্যাকমেল, সোশাল মিডিযায় ছড়িয়ে দেওয়ার হুমকি ও মারধর করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। ঘটনার তদন্তে নামে পুলিশ। জানা গিয়েছে, বছর পাঁচেক আগে নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা প্রবীর ধরের সাথে বিয়ে হয় ওই মহিলার।




রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  দিনের বাছাই করা খবর দেখুন রেবেল Breaking News 03-04-2022 #Breaking #Bengali_news #rebelindialive - RusLar.Me