দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express 12-03-2022

Просмотров: 9   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
0
icon
Скачать
iconПодробнее о видео
১. বাঁকুড়া:-
ফের হাতি মৃত্যু বাঁকুড়ার চুয়াগাড়ায়


ফের হাতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার চুয়াগাড়া এলাকায়। আজ সকালে স্থানীয় চুয়াগাড়া হাইস্কুলের পার্শ্ববর্তী একটি গমের জমিতে পূর্ণবয়স্ক দাঁতাল হাতি কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। হাতি মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বনদপ্তর। স্থানীয়দের দাবি, ফসল বাঁচাতে কৃষকদের একাংশ চারিদিকে বেআইনিভাবে বিদ্যুতের বেড়া দিয়ে রাখে। সেই বিদ্যুতের বেড়াতে বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে।


২. কলকাতা:-হানিমুনে গিয়ে ঘটল এই মর্মান্তিক ঘটনা

হিমাচল প্রদেশে পাহাড়ের উপর থেকে খাদে পড়ে রহস্যজনক মৃত্যু হল দমদম পাইকপাড়ার এক নববধূর। হানিমুনে গিয়ে ঘটে এই মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় ছেলে ও মেয়ে, দুই পরিবারেই শোকের ছায়া। ইতিমধ্যেই উভয় পরিবারের লোকজন হিমাচল প্রদেশের কিন্ননের উদ্দেশ্যে রওনা হয়েছেন। গত ২০ ফেব্রুয়ারি আগরপাড়া নর্থ স্টেশন রোড এলাকার জয়িতা দাস এর সঙ্গে দমদম পাইকপাড়া এলাকার রাহুল পোদ্দারের বিয়ে হয়।


৩.শান্তিনিকেতন:-শান্তিনিকেতনে হবে না বসন্ত উৎসব

দোল পূর্ণিমার দিন শান্তিনিকেতনে হবে না বসন্ত উৎসব। ভিডিও বার্তার মাধ্যমে জানালেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আগামী কোন তারিখে এই বসন্ত উৎসব হবে তা জানাবেন তিনি। এই ভিডিওবার্তায় তিনি বলেন, বিশ্বভারতীর বসন্ত উৎসব নিজেদের মধ্যে করা হবে। যারা বিশ্বভারতীর পরিবার তাদেরকে নিয়েই।


৪. দিঘা:-দিঘায় বেড়াতে এসে পর্যটকের মৃত্যু

দিঘায় বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যুর ঘটনা রীতিমতো শোরগোল সৈকত শহরে। শুক্রবার পরিবারের সাথে হুগলি জেলার আরামবাগ থেকে উত্তম কুমার রায় বেড়াতে আসেন। সন্ধ্যায় হঠাৎ অসুস্থ অনুভব করলে তাকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয়। ঘটনার খবরপেয়ে মোহানা উপকূল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে শনিবার কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।


৫.মুর্শিদাবাদ:-মুর্শিদাবাদে শুরু হল হেরিটেজ ফেস্টিভ্যাল


পর্যটন শহর মুর্শিদাবাদের লালবাগের মতিঝিলে শুরু হল মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল। তিন দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। মুর্শিদাবাদের যে সমস্ত হস্তশিল্প রয়েছে সেগুলির প্রদর্শন করা হয় এই ফেস্টিভ্যালে। অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী।

৬.পাশকুড়া:-পাঁশকুড়া পুলিশের বড়োসড়ো সাফল্য

পাঁশকুড়া পুলিশের বড়োসড়ো সাফল্য। ধরা পড়ল ২ কেজি গাঁজা সহ ২ পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে তমলুক মহকুমা পুলিস আধিকারিক সাকিব আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজা পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ।

৭.জলপাইগুড়ি:-অসাবধানতার জেরে বড়সড় দুর্ঘটনা সিমেন্টের ইট তৈরির কারখানায়

অসাবধানতার জেরে বড়সড় দুর্ঘটনা সিমেন্টের ইট তৈরির কারখানায়। বন্ধ মেশিন হঠাৎই চালু হয়ে যাওয়ায় গোপনাঙ্গ কাটা পড়ল এক শ্রমিকের। জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ী নারায়নপুর এলাকার ঘটনা।



৮. ভাঙড়:-৪৪ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত কর্মী

১০০ দিনের কাজের দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতের এক সরকারি কর্মীকে গ্রেফতার করল ভাঙড় থানার পুলিশ। ভাঙড় ১ নম্বর ব্লকের বোদরা পঞ্চায়েতের ওই কর্মীর নাম বিপ্লব ভট্টাচার্য। তিনি বোদরা পঞ্চায়েতের জিআরএস পদে কর্মরত।

৯. চন্দ্রকোনা:-বাঁধ ভাঙন রুখতে তৎপর সেচ দফতর

বাঁধ ভাঙন রুখতে তৎপর সেচ দফতর। কয়েক লক্ষ টাকা খরচ করে শুরু হয়েছে বাঁধ মেরামতির কাজ। চৈতন্যপুর এলাকায় সেচ দপ্তরের উদ্যোগে বালি বস্তা দিয়ে নদী ভাঙন রোধে পাড় মেরামতের কাজ শুরু হয়েছে।


১০. জলপাইগুড়ি:-SSB-এর প্রশিক্ষিত কুকুরদের নিয়ে বিশেষ মহড়া

SSB-এর প্রশিক্ষিত কুকুরদের নিয়ে অনুষ্ঠিত হল বিশেষ মহড়া। শনিবার মাল ৪৬ ব্যাটালিয়ন SSB-এর প্রশিক্ষিত কুকুর লিলি, লুটো, লেন্সি ও ম্যাজিককে নিয়ে ওই মহড়া হয়।


১১. রামপুরহাট:-সদ্যজাতকে কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন পরীক্ষার্থী

কয়েক ঘন্টার সদ্যজাতকে কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। ঘটনাটি বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আজ হাসপাতালের বেডে বসে মাধ্যমিকের জীবনবিজ্ঞান বিষয়ের পরীক্ষা দেন তিনি।



১২. ইসলামপুর:-ভারত মাতা কি জয় স্লোগানে মুখরিত হল ইসলামপুরের আকাশ বাতাস

উত্তর প্রদেশের পিলিভিটে কর্তব্যরত SSB সাব-ইন্সপেক্টর বাদল মহন্তের মৃতদেহ পৌছাল ইসলামপুরের মিলনপল্লীর বাড়িতে। দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন গভীর শোকাগ্রস্ত পরিবার আত্মীয় পরিজন থেকে মিলনপল্লীর বাসিন্দারা।
#speednews #newsbuleting #newsexpress
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

  © 2019-2021
  দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express 12-03-2022 - RusLar.Me