তৃণমূল কংগ্রেসের প্রতি ভরসা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের আস্থা থাকায় একের পর এক নির্বাচনে জয়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা ও ৪ পুরনিগমের মতো একইভাবে আসন্ন পুর নির্বাচনেও বিপুলভাবে জয়ী হবে জোড়াফুল শিবির। দিকে দিকে পুরবোর্ড গঠন করবে তৃণমূল কংগ্রেস। বীরভূমের রামপুরহাটে প্রচার করতে এসে একথায় জানালেন সাংসদ-অভিনেত্রী শতাব্দী রায়।
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় পুরভোট। এই ভোটের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে অংশ নিচ্ছেন শতাব্দী রায়। বর্ধমান, বাঁকুড়ার পর প্রচারের শেষলগ্নে রামপুরহাট সহ আরও বেশ কিছু জায়গায় প্রচারের ঝাঁপিয়ে পড়েছেন তিনি। এরই মধ্যে রেবেল-এর প্রতিনিধিকে জানালেন, আসন্ন পুর নির্বাচনে তৃণমূলের জয়ের ব্যাপারে দু’শো শতাংশ আশাবাদী তিনি।
বিধানসভা নির্বাচনের পর ৪ পুর নিগমের ভোটেও বিপুল ভাবে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। মূলত তৃণমূলের প্রতি ভরসা রয়েছে মানুষের। পাশাপাশি মমতা বন্দ্যোপ্যাধ্যায়ের প্রতি আস্থাও রয়েছে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকার রাজ্যের মানুষের জন্য যে জনমুখী প্রকল্প নিয়েছে, তাতে প্রায় সব বাড়ির সব মানুষই কিছু না কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া বিভিন্ন স্কিমের সুবিধা পাচ্ছেন বলেই মানুষ আবারও তৃণমূলকে ক্ষমতায় আনবেন। দিকে দিকে তৃণমূলের পুরবোর্ড গঠন হবে বলে দুশো শতাংশ আশাবাদী তিনি। রামপুরহাট সহ বিভিন্ন জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের বিষয়ে তার দাবি, মানুষ তৃণমূলকে ভরসা করছে বলেই এই ঘটনা ঘটেছে।
#satabdiroy #satabdi_roy #tmcofficial #tmcvsbjp
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: