১. কলকাতা :-প্রবল গরমে হাঁসফাঁস রাজ্যবাসী
প্রবল গরমে হাঁসফাঁস রাজ্যবাসী। দিনের বেলা কাঠফাটা রোদে রক্ষা নেই কারওই। তবে এবার আরও খারাপ খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উলটে আরও বাড়তে চলেছে এই ভ্যাপসা গরম।একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তিও।
২. দিল্লি :-আনন্দ সংবাদ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য
আনন্দ সংবাদ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। ফের তাঁদের মহার্ঘভাতা বা ডিএ (DA)৩ শতাংশ বাড়াল কেন্দ্র। বুধবার এই সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বেড়ে দাঁড়াল ১৩৪ শতাংশ। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর হবে। ৩৪ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন কর্মচারী ও পেনশনভোগীরা।
৩. ঠাকুর নগর:-প্রধানমন্ত্রীর ভাষণে হতাশ মতুয়ারা
হরিচাঁদ ঠাকুরের পুণ্য জন্মতিথিতে মতুয়াদের উদ্দেশ্যে ভার্চুয়াল শুভেচ্ছাবার্তা জানাতে গিয়ে ঘুরিয়ে রাজ্যের রাজনৈতিক হিংসা নিয়ে বার্তা দিতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। তিনি স্পষ্ট বলেন ‘কোথাও রাজনৈতিক হিংসা হলে রুখে দাঁড়ান’। তবে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে এদিন একটি ও কথা বলেননি প্রধানমন্ত্রী।
৪. মহিষাদল:-মহিষাদলে আয়োজন হল নৈশ মহিলা ফুটবল প্রতিযোগিতা
মহিলাদের মাঠমুখি করতে মহিষাদলের কমলপুর গ্রাম কমিটির উদ্যোগে মঙ্গলবার আয়োজন করা হল নৈশ মহিলা ফুটবল প্রতিযোগিতা। আসানসোল,পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত চারটি দলকে নিয়ে প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়। আসানসোল এম আর বি সি এক গোলে পরাজিত করে কোলাঘাট অ্যাকাডেমিকে।
৫. আসানসোল:-আসানসোলে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
আসানসোল লোকসভা উপ নির্বাচনে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। বুধবার সকালে আসানসোল দক্ষিন থানার রাহা লেন, আসানসোল গ্রাম, সহ বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।অন্য দিখে উত্তর থানা থেকে কেন্দ্র বাহিনীর রুট মার্চ করা হয়
৬. বীরভূম:- যততত্র অবৈধ বোমা বারুদ উদ্ধার
বগটুই কান্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নির্দেশ দেন জেলা জুড়ে যততত্র অবৈধ বোমা বারুদ উদ্ধারের। এরপর তৎপর হয়ে ওঠে পুলিশ,শুরু হয় বোমা উদ্ধারের কাজ। ২৪ মার্চ মুখ্যমন্ত্রীর নির্দেশ পর ৩০ মার্চ পর্যন্ত মিলিয়ে বীরভূম জেলার একাধিক থানা থেকে বোমা উদ্ধারের সংখ্যা দাড়িয়েছে ৪০০ এর বেশি।
৭. হুগলি:-মহা সমারোহে ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শুভ জন্মদিন0
সারা বাংলার সঙ্গে বুধবার হুগলির চুঁচুড়াতেও মহা সমারোহে ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শুভ জন্মদিন। ঠাকুরের বাণী এবং তার তার উপদেশ মানুষের ছড়িয়ে দেবার লক্ষ্যে রবীন্দ্রনগর কালিতলা মিলন উৎসব কমিটি শ্রী শ্রী ঠাকুরের জন্মদিন উপলক্ষে সারা দিন ব্যাপী নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিল
৮. কোন্নগর:-গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর
গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর। ঘটনাটি ঘটেছে কোন্নগর বারো মন্দির ঘাটে। আজ বেলা সাড়ে এগারোটার সে বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে এসেছিল। হঠাৎ করে জোয়ার আসায় তলিয়ে যায় কিশোর সুজয় সাহা
৯. দক্ষিন দিনাজপুর:-শুরু হল দক্ষিন দিনাজপুরের শতাব্দী প্রাচীন মহা পূণ্যস্নান
মহাসাড়ম্বরে বুধবার ভোর থেকে শুরু হল দক্ষিন দিনাজপুর জেলার শতাব্দী প্রাচীন গঙ্গারামপুর শিববাড়ির পবিত্র ও মহা পূণ্যস্নান প্রাঙ্গণ ও মেলা বারুণী। প্রসঙ্গত, বুধবার পুর্নভবা নদীতে পুণ্যস্নান করতে ভক্তদের ঢল নামে।
১০. খরদহ:-গৃহবধূকে কীটনাশক খাইয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ
কন্যাসন্তান হওয়ায় গৃহবধূকে কীটনাশক খাইয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ।
১১. বীরভূম:-গ্রামে ফিরলেন বগটুই কাণ্ডে অন্যত্র আশ্রিতরা
বগটুই কাণ্ডের পর থেকেই বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত বাতাসপুরের গোলাপজোল গ্রামে আশ্রয় নিয়েছিলেন স্বজনহারা মিহিলাল শেখ এবং তার কয়েকজন আত্মীয়। দীর্ঘ 8 দিনের বেশি কাটানোর পর অবশেষে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হল রামপুরহাটের বগটুইয়ে।
১২. বাঁকুড়া:-জলকষ্টের জেরে পথ অবরোধে
তিন মাসেরও বেশি সময় ধরে জল সরবরাহের পাইপ লাইনে জল আসেনি। ফলে জলকষ্ট ছিলই বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের লদ্দা গ্রামে। গ্রীষ্ম পড়তেই গ্রামের সেই জলকষ্ট তীব্র আকার নিয়েছে। আর তার জেরেই এবার রাস্তায় হাঁড়ি বালতি নামিয়ে পথ অবরোধে সামিল হলেন গ্রামের মানুষ।
#newsbuleting #newsexpress #speednews
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: