১. কলকাতা
মার্চেই প্রবল গরমের সাক্ষী হয়েছিল বাংলা। এপ্রিলেও হাঁসফাস করছে কলকাতাবাসী। আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে আসতে চলেছে কালবৈশাখী। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। যদিও সকাল থেকেই চড়া রোদ দিনভর চাঁদিফাটা গরমেরই ইঙ্গিত দিচ্ছে। বৃহস্পতিবারও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
২.হুগলি
সুদূর তামিলনাড়ুর ভেল ভেল উৎসবকে ঘিরে হুগলির ব্যান্ডেল হয়ে উঠল উৎসবমুখর। তিথি অনুযায়ী ব্যান্ডেলের বালিকাটা এলাকায় দোল উৎসবের পরই মহাসমারোহে সপ্তাহব্যাপী শীতলা পুজোর আয়োজন করা হয়। উৎসবের শেষদিনে বালিকাটার শীতলা মন্দির থেকে প্রায় দু কিমি পথ পদব্রজে এলাকার তামিল সম্প্রদায়ের মানুষরা হুগলীর ওলাইচন্ডীতলায় উপস্থিত হন।
৩. আসানসোল
আসানসোলে তীব্র গরমে নাজেহাল শহরবাসী। চৈত্র মাসের প্রায় শুরু থেকেই গরম বাড়তে থাকে এবং মাঝামাঝিতে হাঁসফাঁস গরমে কাবু শহরের মানুষ। বুধবার দুপুর থেকে গরম বেড়ে যায়। এদিন আসানসোল সিটি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঠান্ডা পানীয় দোকানে ভিড় দেখা যায়। অনেকেই ঠান্ডা শরবত, কেউ আবার ডাবের জল আবার কেউ আখের রস খাচ্ছেন।
৪. ভাঙড়
বাড়ির মালিকের অজান্তেই রমরমিয়ে মধুচক্র চালাচ্ছিল ওই বাড়ির কেয়ারটেকার এবং তার স্ত্রী। তবে, শেষরক্ষা হল না। অবশেষে ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের তৎপরতায় পর্দা ফাঁস হল ওই মধুচক্রের। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ হাতেনাতে গ্রেফতার করল ৪ যুবক এবং ৬ জন মহিলাকে।
৫. কাঁথি
এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ উঠল। ইতিমধ্যে শুভেন্দুর বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার ও অপমানের অভিযোগ তুলে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন কাঁথি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন। উল্লেখ্য, গত কয়েকদিন আগে তৃণমূলের প্রতিবাদ সভা থেকে ভুল জাতীয় সংগীত গান তৃণমূল কাউন্সিলর রিনা দাস।
৬. মালদা
হবিবপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মালদা জেলা পরিষদ থেকে পাঠানো গ্যাপ্পি মাছ বিভিন্ন বদ্ধ জলে ছাড়া হল। হবিবপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ড্রেনের বা বদ্ধ জলে অডিস মশা সহ অন্যান্য মশা বংশ বৃদ্ধি বা লার্ভা নষ্ট করার জন্য গ্যাপ্পি মাছ ছাড়ল হবিবপুর ব্লকের কমিউনিটি ফ্যাসিলিটেটরা, ভিআরপিরা।
৭. হলদিয়া
পড়ুয়ার অভাবে কার্যত বন্ধের মুখে হলদিয়ার সুধীরচন্দ্র মাধ্যমিক শিক্ষাকেন্দ্র। স্কুল শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করোনার আগে থেকেই পড়ুয়ার অভাবে ধুঁকছে শিবরামনগরের এই মাধ্যমিক শিক্ষকেন্দ্র। স্কুলে মাধ্যমিকের পঠনপাঠন উঠে যাওয়ার পর থেকে দুরবস্থা আরও বেড়েছে। বাড়ি বাড়ি গিয়ে শিক্ষকরা ছাত্র পাঠানোর জন্য আর্জি জানানোর পরও সমস্যা মেটেনি।
৮. মুর্শিদাবাদ
বিশ্বের সমস্ত দেশ ও রাজধানীর নাম কয়েক সেকেন্ডেই বলছেন এক মাছ বিক্রেতা! শুধু তাই নয়, ভারতের সমস্ত রাজ্যের নাম ও তাদের রাজধানীর নাম বলতেও মাত্র ২০ সেকেন্ড সময় নিচ্ছেন তিনি! এমনই এক বিস্ময়কর প্রতিভার সন্ধান মিলল মুর্শিদাবাদের অরঙ্গাবাদে। জানা গিয়েছে, মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত অরঙ্গাবাদ-২ গ্রাম পঞ্চায়েতের মহালদারপাড়া এলাকার বাসিন্দা বছর চল্লিশের গিয়াসুদ্দিন মহালদার।
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: