
আজ জেনে নিই, তেমনই কিছু বিরল রংয়ের গোলাপের কথা
১) ল্যাভেন্ডার গোলাপ: ল্যাভেন্ডার গোলাপের মানে মুগ্ধ করা। শুধু মুগ্ধ নয়, যাদুকরের মতো কাঊকে দেখে মুগ্ধ হওয়াতে যে ফিলিং আসে তাই। তাই ‘প্রথম দেখায় প্রেম’-এর প্রতীক ল্যাভেন্ডার গোলাপ।
২) কমলা রঙের গোলাপ: যদি হলুদ গোলাপ বুঝিয়ে থাকে সূর্যকিরণ তবে কমলা রঙের গোলাপ আমাদের স্মরণ করিয়ে দেয় জ্বলন্ত আগুনের গনগনে শিখা বা ফায়ারি ব্লেজ। কমলা রঙের গোলাপের অন্তর্নিহিত অর্থ তীব্র কামনা ও বাসনা, গর্বিত স্বভাব ও উৎসাহ। এই গোলাপের সঙ্গে জড়িয়ে রয়েছে সব ধরনের মোহ, আকর্ষণ, ঘন আবেগ, প্রেমে বিপরীত লিঙ্গকে স্তুতি করা, ভক্তি করা, তার সম্বন্ধে সব সময় কথা বলে আনন্দ পাওয়া।
৩) নীল গোলাপ: নীল গোলাপ মানে যে প্রেমে আমি পৌঁছতে পারলাম না তার প্রতীক। যে আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে পারলাম না তার প্রকাশ নীল গোলাপ।
৪) সবুজ গোলাপ: সবুজ গোলাপ মানে জীবনীশক্তি। ঐক্য, সমৃদ্ধি ও উর্বরতার প্রতীক সবুজ গোলাপ। কিছু সাদা গোলাপে সবুজের শেড বা আভা থাকে, সেই গোলাপের মানে কারও উন্নতি কামনা করা। কাউকে কোনও নতুন জীবনের আরম্ভের প্রারম্ভে শুভেচ্ছা জানাতে বা কেউ বিছানায় শায়িত অবস্থায় আছে এমন রোগীর দ্রুত আরোগ্য কামনায় সবুজ গোলাপ দেওয়ার রেওয়াজ বেশ প্রাচীন।
৫) কালো গোলাপ: বিদায় বা শেষ বিদায় জানাতে কালো গোলাপ দেওয়ার রেওয়াজ অনেক কালের পুরনো প্রথা পৃথিবীর অনেক দেশেই আছে। তাই কালো গোলাপ মৃত্যুর প্রতীক। তুকতাক বিদ্যায় বা ব্ল্যাক ম্যাজিকে কালো গোলাপের ব্যবহার আছে। কালো গোলাপ আমাদের ছলনা করে।
#lavenderrose #blackrose #roseday #rose
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: