অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে তাঁর সহকর্মী ও অনুগামীদের প্রতিক্রিয়া

Просмотров: 14   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
0
icon
Скачать
iconПодробнее о видео
বুধবার রাত ১’টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন অভিষেক চ্যাটার্জী। টলিউড জগতের অত্যন্ত পরিচিত একজন অভিনেতা তিনি। তবে বর্তমানে বড়পর্দার তুলনায় বেশিরভাগ ছোটপর্দাতেই দাপট ছিল তার। একটা সময়ে তার হাতে সিনেমার কাজ কমে যায়। কিন্তু তা বলে তিনি অভিনয় জগত থেকে সরে যায়নি। যাত্রা আর নাটকে পুরোদস্তুর অভিনয় করে গিয়েছেন। একের পর এক যাত্রা দারুণ ভাবে সফল হয়েছে। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এর প্রয়ানে শোকের ছায়া নন্দকুমার যাত্রা পাড়ায়। তার সাথে কাজ করার অভিঞ্জতা ও তার অভিনয়ের কথা তুলে ধরলেন সহকর্মী ও অনুগামীরা।

অভিষেক চ্যাটার্জী অভিনীত গাঁয়ের ছেলে রাজকুমার দেখে মুগ্ধ এক দর্শকের কথায়,

যতদিন মাত্রার সঙ্গে যুক্ত ছিলেন ততদিন যাত্রাশিল্পীদের পাশে থেকেছেন। নানানভাবে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সহশিল্পীর দিকে। যাত্রামঞ্চের উজ্জ্বল আলোর নিচে দাঁড়িয়েও কখনও ভোলেন নি যাত্রাশিল্পীদের দুঃখ দুর্দশার কথা। এক যাত্রা কোম্পানির ম্যানেজার জানাচ্ছেন,

ভক্তরা যেমন শোকে বিহ্বল, ঠিক তেমন ভাবেই অভিনেতার মৃত্যুকে একেবারেই মেনে নিতে পারছেন না তার যাত্রাজীবনের সাথে জুড়ে থাকা সহকর্মীরা। অভিষেক চ্যাটার্জীর স্মৃতিচারণ করে এক সহকর্মী ডুব দিলেন শুরুর দিনগুলোর দিকে। তিনি বলছেন,

আর লাইট,ক্যামেরা, অ্যাকশনের জন্য অপেক্ষা করবেন না অভিষেক। হাজার হাজার অনুগামী আর তার যাত্রাপালা দেখার অপেক্ষা করবেন না, তবুও তিনি থাকবেন ভক্তদের মনে, যাত্রামঞ্চের আলোর নিচে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবেন।
#abhishekchatterjee #tollywood #actor #অভিষেকচট্টোপাধ্যায়

রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে তাঁর সহকর্মী ও অনুগামীদের প্রতিক্রিয়া - RusLar.Me