আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশের মর্যাদা পেল ফিনল্যান্ড। এই নিয়ে পর পর পাঁচ বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের শীর্ষ অবস্থানে থাকল ফিনল্যান্ড। আন্তর্জাতিক সুখ দিবসের দু’দিন আগে প্রকাশিত হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট।সেখানেই এবারও প্রথম স্থানে উত্তর ইউরোপের এই দেশ। তালিকায় সবার নীচে রয়েছে আফগানিস্তান।
প্রতিবছর জিডিপি, দুর্নীতি, সামাজিক সুরক্ষা, ব্যক্তিগত সুস্থতা প্রভৃতির মতো বেশ কয়েকটি মাপকাঠির ভিত্তিতে পৃথিবীর দেশগুলির স্থান নির্ধারণ করা হয়। এবারের তালিকায় ফিনল্যান্ডের পরেই রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস। আর সবচেয়ে অসুখী দেশগুলির তালিকায় রয়েছে লেবানন, ভেনেজুয়েলা ও আফগানিস্তানের নাম।
গতবারের থেকে এই তালিকায় তিন ধাপ উন্নতি করেছে ভারত। এবার ১৩৯তম স্থান থেকে ১৩৬এ এসেছে। তবে আফগানিস্তান বাদে প্রতিবেশী দেশগুলির তুলনায় ভারত অনেকটাই কম সুখী। নেপাল, ভূটান, শ্রীলঙ্কা তো বাদই দেওয়া যায়, এমনকি পাকিস্তানের তুলনায়ও পিছিয়ে ভারত। বাংলাদেশও ভারতের তুলনায় বেশ সুখী। বাংলাদেশ ঠাই পেয়েছে ৯৪তম স্থানে।
গত দু’বছরের বেশি সময় ধরে করোনাভাইরাসের জর্জরিত বিশ্বের প্রায় সব দেশ। সংক্রমণে এর মধ্যেই মৃত্যু হয়েছে ৬০ লক্ষের বেশি মানুষের। এই মহামারির ধাক্কা লেগেছে জীবনের প্রতিটা ক্ষেত্রে। সেই কারণে গত বছরের মতো এবারের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে প্রাধান্য পেয়েছে করোনা মহামারি।
তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়টি এবারের তালিকায় কোনও প্রভাব ফেলেনি। যুদ্ধের আগের পরিস্থিতি বিবেচনা করেই এই রিপোর্ট তৈরি করা হয়েছিল। এই রিপোর্টে রাশিয়া রয়েছে ৮০ নম্বরে এবং ইউক্রেন স্থান পেয়েছে ৯৮ নম্বরে।
#Finland #happiestnation2022 #happiestnationinworld #Happinessindex #rebelindialive
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: