করোনাকালে সংক্রমণের আশঙ্কায় শহর ও শহরতলিতে উল্লেখযোগ্য হারে কমেছে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনের সংখ্যা। তার প্রভাব সরাসরি এসে পড়েছে হাসপাতালের ব্লাডব্যাঙ্কে। সেখানে রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে রক্তের চাহিদা। প্রতিটি ব্লাড ব্যাংকেই বিভিন্ন গ্রুপের রক্তের চাহিদা রয়েছে। কিন্তু রক্তের চাহিদা থাকলেও ব্লাড ব্যাংক সাপ্লাই দিতে হিমশিম খাচ্ছে। কারণ রক্ত কখনোই ল্যাবরেটরিতে প্রস্তুত হয় না। একজন সুস্থ সবল মানুষ রক্তদান করলে তবেই আরেকজন মুমূর্ষু বা চিকিৎসার জন্য প্রয়োজনীয় রক্ত পাবে রোগী।শহর কলকাতার পাশাপাশি রক্তের হাহাকার দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুরেও...আর এবার সেই রক্তের সংকট মেটাতে ভ্যালেন্টাইন্স ডে-কেই বেছে নিল তমলুক ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, তাঁদের সঙ্গে ছিল পূর্ব মেদিনীপুর রিপোর্টার্স ফোরাম ও স্বেচ্ছাসেবী সংস্থা বাউন্ডুলে..এঁদের প্রত্যেকের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের
নাম ভালোবাসার একদিন...রক্তদানের পর অভিনব কায়দায় গোলাপ ফুল তুলে দেওয়া হয় রক্তদাতাদের
ভালোবাসার দিনে এমন এক শিবিরের আয়োজন করা হয়েছিল, যেখানে ১৮ থেকে ৩৫ বছরের যুবক যুবতী, ছাত্র ছাত্রীরা এগিয়ে এসে যেমন রক্তদান করেছেন তেমনি দিনটিকে স্মরণীয় করে রাখতে দম্পতিরা হাতে হাত রেখে রক্তদান করেন। ভালোবাসার রঙ বলতে বোঝায় লালকেই আর রক্তের রঙ-ও লাল, তাই এই দিনে রক্তদান শিবিরে অংশ নিতে পেরে অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে বলে জানালেন কুন্তল ভট্টাচার্য, ঋতুপর্ণা ভট্টাচার্য
'রক্তদান জীবনদান' এই স্লোগান যুগ যুগ ধরে চলে আসছে। তার উপর ভ্যালেন্টাইন্স ডে তে রক্তদান শিবিরের আয়োজন। তমলুক ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্য জানান,
৫০ জনের লক্ষ্যমাত্রা নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা।
তমলুক ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স
অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন, আমরা সরাবছর ধরে বিভিন্ন জায়গায় রক্ত সংগ্রহ করে থাকি তবে বিশেষ দিনে
রক্তদান শিবিরের সফলতায় আমরা ভীষণ খুশি।
ব্যুরো রিপোর্ট, রেবেল ইন্ডিয়া ডট লাইভ
#tamluk #blooddonation #kuntalghosh
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: