
১৯৭৯ সাল থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশে তার কার্যক্রম অব্যাহত রেখেছে। ১৯৮৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ১০টি আসনে জয়লাভ করে। জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের কৌশল হিসেবে জামায়াতের ১০ জন সংসদ সদস্য ১৯৮৭ সালের ৩ ডিসেম্বর সংসদ থেকে পদত্যাগ করেন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা ৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৮টি আসনে বিজয়ী হয় এবং সরকার গঠনের জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন দেয়। মহিলাদের জন্য সংরক্ষিত ৩০টি আসনের মধ্যে জামায়াত ২টি আসন লাভ করে।
১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বাংলাদেশ আওয়ামীলীগের সাথে যুগপৎভাবে আন্দোলন করে স্বার্থক হয়। এবং নির্বাচন করে তিনটি সংসদীয় আসন লাভ করে। এই নির্বাচনে তারা ছিলেন চতুর্থ অবস্থানে।
২০০১ সালের অষ্টম জতীয় সংসদ নির্বাচনে জামায়াত বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটে অংশগ্রহণ করে ১৭ টি সংসদীয় আসন লাভ করে। এবং মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দু'জন সদস্য মন্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করে।
২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮ এ খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোটে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করে দুইটি আসন লাভ করে। এ নির্বাচনে ভোট অনুযায়ী তারা চতুর্থ এবং আসন অনুযায়ী পঞ্চম অবস্থানে ছিলো।
সোর্স : উইকিপিডিয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটি ২০২৪
গঠনতন্ত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা কে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাস
জামাত ইসলামের প্রতিষ্ঠা কত সালে,
জামায়াতে ইসলামী বাংলাদেশ কত সালে প্রতিষ্ঠিত হয়,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য ও উদ্দেশ্য,
ডা.শফিকুর রহমান,
মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী,
জামাত ইসলামের প্রধান কে ছিলেন?,
জামায়াতে ইসলামী অর্থ কি?,
জামায়াত শব্দের অর্থ কি?,
Jamaat e Islami Bangladesh official website,
jamaat-e islami bangladesh pdf,
Jamaat e Islami Bangladesh leaders,
Jamaat e Islami Bangladesh central committee,
Jamaat e Islami Bangladesh banned,
Bangladesh Jamaat Islami News Today,
Jamaat e Islami Bangladesh leader hanged,
Bangladesh jamaat e islami library,
Highly Recommended :
❤ S U B S C R I B E ❤ and Keep us in your Prayer!
Thanks for watching.
LIKE
COMMENT
SHARE
#jamat #jamateislami #bangladesh #leadership #politics