এক ঝলক দেখলে বোঝা যাবে না অভিনয়ের তালিম দিচ্ছেন নাকি নিজেই অভিনয় করছেন..কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে...খুদে পড়ুয়াদের এভাবেই পড়াশোনা করাচ্ছেন তিনি....ঠিক যেন সেই তারে জামিন পর সিনেমার নিকুম্ভ স্যারের মতো..তবে এটা একেবারেই সিনেমার জন্য নয়..রিয়েল লাইফেই এভাবে শিক্ষা দান করছেন শ্যামল পাসোয়ান...উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের সরকারী শিক্ষক শ্যামল পাসোয়ান এখন বেশ পরিচিত নাম..নেট মাধ্যমের দৌলতে তাঁর এই অঙ্গভঙ্গি করে পড়ানোর কায়দা বেশ জনপ্রিয় হয়েছে...ছোটরাও তাঁর এই অভিনব ক্লাস করতে পেরে উচ্ছ্বসিত।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ভিডিয়োয় দেখা গিয়েছে তৃতীয় শ্রেণীর পড়ুয়াদের একটি কবিতা পাঠ করাচ্ছেন শ্যামল পাসোয়ান । কবিতার লাইনগুলিকে অভিনয় করে দেখাচ্ছেন তিনি। পড়ুয়ারাও মাস্টারমশাইয়ের সঙ্গে সঙ্গেই মজার ছলে কবিতাটি মুখস্থ করছে।করোনার বাড়বাড়ন্তের জেরে এখন স্কুলের গেটে তালা। উঁচুশ্রেণীর পড়ুয়ারা দীর্ঘদিন বাদে স্কুলে যাওয়ার সুযোগ পেলেও ছোটরা এখনও বঞ্চিত। যদিও সপ্তম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে 'পাড়ায় পাড়ায় শিক্ষালয়'। অভিভাবকরাও মাস্টারমশাইদের এই অভিনব কায়দায় পড়ানোকে কুর্নিশ জানিয়েছেন।
ব্ল্যাকবোর্ডে ছবি এঁকে পড়ানোর সুযোগ না পেলেও গাছতলাতেই নিজের মতো করে শিক্ষাদান করছেন বাঙালবাড়ি জুনিয়র বেসিক স্কুলের শিক্ষক শ্যামল পাসোয়ান।তাঁর কথায় শ্যামল পাসোয়ানের দেখাদেখি ওই স্কুলের অন্য শিক্ষকরাও স্কুলছুটের সংখ্যা রুখতে অভিনব কিছু করার ভাবনা চিন্তা করছেন। পাশাপাশি, আশপাশের অন্য স্কুলের মাস্টারমশাইরাও মজার ছলে পড়ানোর উদ্যোগ নিচ্ছেন।
ব্যুরো রিপোর্ট, রেবেল ইন্ডিয়া ডট লাইভ
#studyknowledge #teacherguruji #studystatus
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: