ফের উত্তপ্ত বিশ্বভারতী,পরীক্ষা বয়কট ও ঘেরাও কর্মসূচী অব‍্যহত

Просмотров: 14   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
1
icon
Скачать
iconПодробнее о видео
তিন দফা দাবি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গত ২৩ দিন ধরে চলছে আন্দোলন। এই তিন দফা দাবি দাওয়ার মধ্যে যেমন রয়েছে হোস্টেল খোলার দাবি, ঠিক তেমনি আবার রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন পেছানোর দাবি। এছাড়াও রয়েছে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি-দাওয়া। এই সকল দাবি-দাওয়াকে ঘিরে সোমবার নতুন করে উত্তপ্ত হতে লক্ষ্য করা গেলেও বিশ্বভারতী চত্বরকে।

সোমবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক সহ অন্যান্য বিভিন্ন বিভাগের পরীক্ষার প্রথম দিন। এমত অবস্থায় পড়ুয়ারা তাদের আগের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা বয়কটের ডাক দিয়েছেন। সিলেবাস সংক্রান্ত বিষয়ে রীতিমতো ক্ষুব্ধ পড়ুয়ারা। এক পড়ুয়ায় কথায়,

পড়ুয়াদের পাশাপাশি এ দিন পরীক্ষা বয়কটের ডাকে শামিল হতে লক্ষ্য করা যায় পড়ুয়াদের একাংশের অভিভাবকদেরও। পড়ুয়াদের ওই একাংশ অভিভাবকরাও পড়ুয়াদের মতোই পরীক্ষা বয়কটের পক্ষেই মত পোষণ করেছেন। অ্যাডমিট কার্ড সংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে পড়ুয়াদের। এক পড়ুয়া জানাচ্ছেন,

অন্যদিকে আবার অন্য এক অংশের অভিভাবকরা পড়ুয়াদের পরীক্ষা দেওয়ার পক্ষে দাবি তুলেছেন। এই নিয়ে আবার অভিভাবকদের সঙ্গে পড়ুয়াদের চরম বাকবিতণ্ডা শুরু হয় বিশ্বভারতী চত্বরে। সেই বাকবিতণ্ডা শেষ পর্যন্ত ধস্তাধস্তিতে পৌঁছে যায়। এই ঘটনায় এক পড়ুয়া আহত হন। পরীক্ষা দেওয়া এবং না দেওয়াকে কেন্দ্র করে বিশ্বভারতী চত্বরে সোমবার রক্ত ঝরতে লক্ষ্য করা গেল
#bishwabharti #stopexam #বয়কট
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  ফের উত্তপ্ত বিশ্বভারতী,পরীক্ষা বয়কট ও ঘেরাও কর্মসূচী অব‍্যহত - RusLar.Me