
"ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ" গানের কথাঃ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ ।।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ ।।
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ ।।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে ।।
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ।।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে ।।
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ ।।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ।
(যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।)
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের ।।
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ ।।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ।।
(তোরে মারল' ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।)
Please Like, comment & SUBSCRIBE if you like my music ☺😊☺
I made many mistakes so please bare with me.
I just love to play & sing music that's all. I hope u liked it if u did plz do Share Like and Comment. if i deserve 😅😅
-...
follow me on Facebook
and if u give me a tip it would be great. cause i intend to make the production quality more better.
check my sound cloud for more staffs
-...
#Ramadan
#krantyandkeys
#Ramadansong
#Romjan_er_oi_Rojar_seshe