দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express 25-03-2022

Просмотров: 6   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
0
icon
Скачать
iconПодробнее о видео
1) দাবদাহের মধ্যেই স্বস্তির খবর। রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাতের পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়ও বৃষ্টির সম্ভবনা আজ। যদিও আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবেই। তবে সব মিলিয়ে গরমে নাজেহাল রাজ্যবাসীর সাময়িক স্বস্তি মিলবে।

2) গত মঙ্গলবার রামপুরহাটের বগটুইয়ে আট জন গ্রামবাসীর আগুনে পুড়ে মৃত্যু হয়।রামপুরহাট কাণ্ডে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ CBI তদন্তের নির্দেশ দিল। এই বিষয়ে রাজ্য আর কোনও তদন্ত করবে না বলেও জানানো হয়েছে। আগামী ৭ এপ্রিলের মধ্যে সিবিআইকে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

3) পার্কিংয়ে থাকা আস্ত একটি বাস চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক দুষ্কৃতী। মালদা শহরের রবীন্দ্র ভবন এলাকায় ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, মালদা কলকাতাগামী দূরপাল্লার স্লিপার বাসটি পার্কিং করে রাখা ছিল মালদা শহরের রবীন্দ্র ভবন সংলগ্ন একটি পেট্রোল পাম্পে।

4) অবশেষে 26 দিন পর বিশ্বভারতী কর্তৃপক্ষ আন্দোলনকারী পড়ুয়াদের কাছে নতি স্বীকার করল। স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম সেমিস্টারের পরীক্ষা অনলাইন পদ্ধতিতে নেওয়া হবে সেই বিষয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে। ইতিমধ্যেই ছাত্রদের আরেক দাবি মেনে হোস্টেল দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

5) গঙ্গাসাগরের বেগুয়াখালীতে কুমিরের বাচ্চা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেগুয়াখালীর নদীর পাড়ে এক মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে দেখে একটি কুমিরের বাচ্চা শুয়ে আছে। এরপর স্থানীয় গঙ্গাসাগর কোস্টাল থানায় খবর দিলে,বনদপ্তর আধিকারিকরা ওই কুমির বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যায়।

6) গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের মাটিতে এসে আগ্নেয়াস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন। আর তারপরে মারগ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ছোট ডাঙাল লোগোয়া এলাকা থেকে 6 টি ব্যারেলে 200 টি তাজা বোমা উদ্ধার করে। তবে কে বা কারা এই বোম্ব রেখেছে তার তদন্ত শুরু করেছে মারগ্রাম থানার পুলিশ। পাশাপাশি বোম্ব স্কোয়াডকে কে খবর দেওয়া হয়েছে বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য।

7) বর্তমানে পূর্ব মেদিনিপুর সহ রাজ্যে বাগদা চিংড়ির জায়গা দখল করেছে ভেনামি চিংড়ি। আর সেই চাষ কমে যাওয়া বাগদার চিংড়ি চাষের বৃদ্ধিতে বিশেষ উদ্যোগী রাজ্য সরকার। রাজ্য সরকারের নতুন প্রকল্প "স্বর্ণ মৎস্য যোজনা" -র অধিনে হলদিয়া ব্লকে বাগদা সহ পার্শে মাছের মিশ্রচাষ প্রকল্পের সূচনা হল।

8) খাগড়াগড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি সহ দুজনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতরা হল সঞ্জয় কুমার ও ভোলা কুমার। জানা যায় তাদের বাড়ি বিহার। ওই যুবকদের বর্ধমান আদালতে তোলা হয়।তবে যুবকরা মহিলা পাচারের সঙ্গে যুক্ত বলেই অভিযোগ উঠেছে
#speednews #newsexpress #newsbuleting
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express 25-03-2022 - RusLar.Me