একুশে ফেব্রুয়ারি কবিতা আবৃত্তি | Ekushey February

Просмотров: 4, 876   |   Загружено: 1 год.
icon
Moynul Islam Shah
icon
55
icon
Скачать
iconПодробнее о видео
ekushe February kobita Abritti || 21 February poem recitation in Bengali || matrivasha diboser kobita || Ekushey February popular kobita
কবিতা: ভাষার জন্য ভালোবাসা
কবি: হাবীবাহ নাসরীন
আবৃত্তি: ময়নুল ইসলাম শাহ্



আগুন ঝরা ফাগুন দিনে
মাতৃভাষা আনলো কিনে
প্রাণের বিনিময়ে,
রক্তস্রোত যায় যে বয়ে
রয় ইতিহাস সাক্ষী হয়ে
অপার এক বিস্ময়ে!

এই কাহিনি কল্পনা নয়
রূপকথারই গল্প ও নয়
শুনতে কি চাও আরো?
কৃষ্ণচূড়া রঙিন ডালে
লাল হলো সেই রক্ত লালে
নয় অজানা কারো।

একে একে দিন বয়ে যায়
বন্দি ইতিহাসের পাতায়
সোনার সে নাম গুলো,
হায় কী ছিল এই ললাটে
ইতিহাসের সেই মলাটে
জমছে দেখ ধূলো!

এখন শুধু একুশ এলে
সব মমতা উঠছে ঠেলে
অন্যদিনে নয়,
আপন ভাষা মাতৃভাষা
জীবন দিয়ে ভালোবাসা
এভাবে কি হয়?

সময় যে আর নেইতো বেশি
হতে হবে বাংলাদেশী
তাই তোমাকে বলি,
দেশকে এসো ভালোবাসি
বাংলাভাষায় কাঁদি-হাসি
স্বপ্ন দেখে চলি...।









Edit with InShot:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  একুশে ফেব্রুয়ারি কবিতা আবৃত্তি | Ekushey February - RusLar.Me