বসন্ত এসে গিয়েছে..আর বসন্ত মানেই তো রঙের উৎসব..কিন্তু অনেকেরই রং এ ভয়। কিন্তু, রঙের মধ্যে
এখন এমন সব কেমিকাল মেশানো হয় যা শরীর ও ত্বকের পক্ষে খুবই খারাপ। এমনকী, আবিরেও এখন অনেক
ধরনের কেমিক্যাল মেশানো হয়। ফলে তা শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। ফলে অনেকেই দোলের দিন
নিজেকে সকলের আড়ালেই রাখেন । কিন্তু এবার আপনিও মুক্ত আকাশে বসন্তের দোল উৎসব উপভোগ করতে
পারেন নানা রং এর আবিরে।কিছু গ্রাম্য মহিলা , তাদের উদ্যোগেই জৈব জিনিষ থেকে, বিট গাজর কিংবা গাঁদা ফুল
বা গোলাপের পাঁপড়ি থেকে তৈরি হচ্ছে ভেষজ আবির...
যা পৌঁছে যাবে বাজারে মাত্র ১৬০টাকা প্রতি কেজি তে ; পূর্ব বর্ধমানের মেমারীর বেশকিছু মহিলাদের তরফে
প্রশিক্ষণ দিয়ে স্থানীয় এলাকার ৪টি মহিলা স্বনির্ভর গোষ্টীকে আবির বানানো শেখানো হয়েছে , একটি স্বেচ্ছাসেবী
সংস্থার তরফেই সেই আবির বাজারজাত ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে ,
প্রশিক্ষণ নেওয়া সঞ্চিতা পাল বা নীলাঞ্জনা বারিকরা বলছেন, প্রথমে বাড়ির জন্য বানানো হয়েছিল এই াবির..কিন্তু
চাহিদা বাড়তে থাকায়...এখন অনেকটা করে বানাতো হচ্ছে এই ভেষজ আবির...
যারা এই প্রশিক্ষণ ও বাজারজাত করার ব্যবস্থা করেছেন, গ্রামীণ অর্থনীতির উন্নতি নিয়ে কাজ করা সেই স্বেচ্ছাসেবী
তরফে এক মহিলা জানাচ্ছেন এই কাজে যেমন ৪টি গ্রুপের মহিলারা কাজের সুযোগ পাবেন তেমনই সাধারণ মানুষ
কম পয়সায় ভালো হাতে পাচ্ছেন , এটা সবরকম ভাবে নিরাপদ ও উৎকৃষ্ট মানের , সংস্থার তরফে জেলা স্তরের
নানা আধিকারিকের কাছে এই আবির উপহার হিসাবেও পাঠানো হচ্ছে
ব্যুরো রিপোর্ট...রেবেল ইন্ডিয়া ডট লাইভ
#harbulabir #holi #rangali
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: