শেষ বাঁশি বেজে গিয়েছে আগেই। এবার পাততাড়ি গোছানোর পালা। একসময়ে রমরমিয়ে চলা, রাজ্যের গর্ব, ভারতবর্ষের প্রথম টায়ার কারখানা এবার ভেঙে গুড়িয়ে যাওয়ার সময়। সবকিছু ঠিকঠাক থাকলে এক সপ্তাহের মধ্যেই নিলামে উঠতে চলেছে সাহাগঞ্জের ডানলপ কারখানা। তবে এতে এখন আর হতাশ নন স্থানীয় বাসিন্দা থেকে একদা এই কারখানায় কাজ করা শতশত কর্মী। এখন একটাই আশা নিলাম থেকে ওঠা টাকায় হয়তো মিটবে পাওনা-গন্ডা।
শেষবেলায় ভারতবর্ষের সর্বপ্রথম টায়ার কারখানা। শেষবারের মতো এই কারখানার চাকা বন্ধ হয়েছিল ২০১১সালে। বর্তমানে জঞ্জালে ভরা ডানলপ। একসময়ের ঝাঁ চকচকে পিচের রাস্তার বেহাল দশা। এরই মধ্যে এই কারখানার কিছু শ্রমিক পরিবার এখনও সেখানে বাস করছেন শেষ আশায়।
২০১২সালেই কারখানা লিকুইডেশনে যাওয়ার কথা থাকলেও প্রক্রিয়াগত ত্রুটির কারনে অনেকটা সময় নষ্ট হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালে লিকুইডেটর বসে কারখানায়। আগামি সপ্তাহেই অনলাইনে নিলামে ওঠার কথা এটিন। অর্থাৎ ভারতবর্ষের প্রথম টায়ার কারখানার অন্তিমযাত্রা এখন শুধুই সময়ের অপেক্ষা। এবার ঐতিহাসিক ডানলপ কারখানা হুগলীর ম্যাপ থেকে চিরতরে মুছে যেতে চলেছে।
গোটা কারখানার সরকারি মূল্য ধার্য্য হয়েছে ৩৫০কোটি টাকা। আর মেশিনারি প্লান্ট এর মূল্য ১৩কোটি টাকা। এই মূল্য থেকেই নিলাম শুরু হওয়ার কথা। কারখানা নিলামে ওঠার খবরে মনে চাপা কষ্ট নিয়েই স্থানীয়দের বক্তব্য, তারা খুশি। এযাবৎ ১৪০০-র বেশী শ্রমিকের বকেয়া রয়েছে। কারখানার শ্রমিকরাও আশাবাদি এবারে নিলামের টাকায় অবশেষে কিছু তো মিলবে।
ডানলপ কারখানা নিলামে উঠলেও অনেকের দাবি, এখানে আবার কারখানা হোক। এলাকার ভেঙে পড়া অর্থনীতি আবার সচল হোক। কারখানা না হলে, অন্য কিছু হলেও আপত্তি নেই। তবে কিছু একটা হোক। ডানলপ এলাকার কোন একটা গতি তো হোক।
মনে পরলো মানব সভ্যতার প্রথম ধাপ চাকা আবিষ্কারের কথা। একদা চিরবসন্ত থাকা ভারতবর্ষের বুকে জন্ম নেওয়া প্রথম সেই ডানলপের চাকা কারখানা, যার অন্তিম পরিনতি হতে চলেছে ভরা বসন্তেই।
#Dunlop #Howrah #factory
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: