ভোটের ময়দানে বাবা-ছেলের টক্কর! প্রতিপক্ষ শিবিরের যোদ্ধা তাঁরা। লড়াইয়ের ময়দানে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। আর এতেই দ্বিধা-সংকটে পরিবার। বিশেষ করে, যাঁর স্বামী ও ছেলের লড়াই, তাঁর দোলাচল তো থাকবে, এটাই স্বাভাবিক। তবে প্রবল পুত্রস্নেহই টানছে তাকে। তিনি ঠিক করে নিয়েছেন ভোট কাকে দেবেন।
বীরভূমের রামপুরহাট পুরসভার ফরোয়ার্ড ব্লক প্রার্থীর মা জানিয়েছেন, "স্বামী নয়, ভোট তিনি দেবেন ছেলেকে। ভোটের লড়াইয়ে স্বামী নয় ছেলের পাশেই দাঁড়ালেন মা।"
বীরভূমের রামপুরহাট পুরসভার ভোট যুদ্ধে বাবা-ছেলের লড়াই হচ্ছে। পুরসভার ৮ নং ওয়ার্ডে বাবা নব কুমার দাস নির্দল হিসেবে মই প্রতীকে এবং ছেলে শংকর দাস ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে ভোটে দাড়িয়েছেন। সকাল হলেই দুজনেই একই বাড়ি থেকে আলাদা আলাদা ভাবে বেরিয়ে গিয়ে বাড়ি বাড়ি প্রচার করেছেন। বাবা-ছেলের এই লড়াই বেশ জমে উঠেছে রামপুরহাট পুরসভার ৮ নং ওয়ার্ডে।
ছেলে শংকর দাস বললেন,
"বাবা দাঁড়িয়েছে বিক্ষুব্ধ বিজেপি নির্দল হিসেবে। আমি দাঁড়িয়েছি ফরোয়ার্ড ব্লক থেকে। বাবা ভোটে দাঁড়িয়েছে, সেটা আমাকে জানায়নি। আমি বাবাকে বলেছিলাম আমি দাঁড়াব। কারণ এলাকার মানুষ আমাকে চায়। আমি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। বাবা বাবার মত লড়বে, আমি লড়ব আমার মত।"
বিজেপি প্রার্থী রেশমি দে অবশ্য নবকুমারের বিজেপির বিক্ষুব্ধ হওয়ার দাবি খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন,
"এটা বাবা-ছেলের ভোটের লড়াই। যে বিক্ষুব্ধ বিজেপির কথা বলা হচ্ছে, তিনি কোনও দিনই বিজেপি ছিলেন না। ভোট এলেই তিনি ভোটে দাঁড়ান আর নিজেকে এই পার্টি, ওই পাটির সদস্য বলে দাবি করেন। বাবা,ছেলে যে দুজন দাড়িয়েছেন, এলাকায় তাঁদের কোনও দাপট নেই। আমাদের লড়াইটা হবে তৃণমূলের সঙ্গে।"
আর তৃনমুলের প্রার্থী প্রিয়নাথ সাউ বলেছেন,
"এরসঙ্গে আমাদের কোনও ব্যাপার নেই। এখানে বিজেপির কিছু নেই। লড়াই হলে তা হবে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী শংকর দাসের সঙ্গে। তৃনমূল এই ওয়ার্ডে রামপুরহাট পুরসভায় সব চেয়ে বেশি ভোটে জিতবে। উল্লেখ্য, রামপুরহাট পুরসভার ১৮ টি ওয়ার্ড। তার মধ্যে ৫ টি ওয়ার্ডে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছে তৃণমূল। বাকি ১৩ টি ওয়ার্ডে ভোট হবে।"
বাবা-ছেলের এই লড়াই নিয়ে হেলদোল নেই তৃণমূল-বিজেপির। এই দু-দলেরই দাবি, বাবা-ছেলে একে অপরের বিরুদ্ধে ভোটে দাড়িয়ে যতই চমক দেখানোর চেষ্টা করুক, জয় হবে তাদেরই।
#MunicipalElection #tmcvsbjp #bjpleader #tmcleader
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: