দিন কয়েক আগেই তারিখে শুধু ২ এর সমাহার মিলেছে। একদিনের তারিখে দেখা গিয়েছে চারটি ২। এই বছরের দ্বিতীয় মাসের দ্বিতীয় দিনেই তারিখ লিখতে গিয়ে লেখা হয়েছে ৪টি ২।২.২.২২। আর আজ আরও একটি বেশি। একটি তারিখ লিখতে অন্য কোনও সংখ্যা নয়, শুধুমাত্র ২ এর সমাহার। দুটি বা চারটি নয়, একসঙ্গে পাঁচটি ২ এর সমাহার। আর সংখ্যা তত্ত্ব অনুসারে এক সঙ্গে এই এতগুলি ২ এর সমাহার অত্যন্ত শুভ সংখ্যা।
বাংলার পক্ষে ফেব্রুয়ারি মাস সাধারণত বেশ মনোরম। শীতের শেষের দিকে এই সময়ে আবহাওয়া যেমন মনোরম, তেমন বেশ কিছু ধর্মীয় ও সামাজিক উৎসবে মেতে থাকার সময়। এই ফেব্রুয়ারিতেই সরস্বতী পুজোর দিন যেমন বাঙালির ‘ভ্যালেন্টাইন ডে’, তেমনই আসল ভ্যালেন্টাইনস ডে ঘিরেও প্রেমের জোয়ারে ভেসে যান যুবক-যুবতী থেকে প্রৌঢ়, এমনকি বৃদ্ধ-বৃদ্ধারাও।
আর এই বছর অর্থাৎ ২২ সালের ফেব্রুয়ারি মাসের ২২ তারিখটা বেশ অদ্ভুত। ২২/২/২২। সংখ্যাতত্ত্ব অনুসারে বেশ কয়েকটি ২এর সমাহার অত্যন্ত শুভ সংখ্যা। এই সংখ্যা সম্পর্ক, ভারসাম্য ও শারীরিক উৎফুল্লতার এনে দেয়। ২ সংখ্যার জাতকরা পরিবেশ বা অন্যান্য জিনিসের ক্ষেত্রে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে।এরা অন্যের দু:খে সমব্যাথী হয়ে পড়েন, প্রয়োজনে সহযোগিতা করতে এগিয়ে আসেন।একগাদা ২ সংখ্যার সমাহারের প্রভাবে এনার্জি বহুগুণ বেড়ে যায়।
তাই অন্য যে কোনও দিনের তুলনায় ক্যালেন্ডারে এক সঙ্গে পাঁচটি ২ এর সমহারের দিন অর্থাৎ এই শতকের ২২শে ফেব্রুয়ারি তারিখটা যে বেশ মূল্যবান, তাতে সন্দেহ নেই সংখ্যা তত্ত্ববিদদের মধ্যে। অনেকের কাছেই এটা এক ভাগ্যবান দিন, শুভ সংখ্যা। সন্তানের জন্ম হোক বা বিশেষভাবে এই দিনটিকে মনে রাখা, সব ক্ষেত্রেই স্মরণে রাখা বেশ সুবিধাজনকও। তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে রেকর্ড সংখ্যক নারী-পুরুষ বিয়ের জন্য বেছে নিয়েছেন আজকের দিনটিকেই। বিভিন্ন সংস্থা তারিখ-সালের সামনে পিছনে দু’দিকেই ২২ এর কথা মাথায় রেখেই এই দিনে তাদের জিনিস বিক্রির ক্ষেত্রে ২২ শতাংশ ছাড়ের কথাও ঘোষণা করেছে।
#22/2/22 #TodayInHistory #Twosday #wanderfulldate
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: