
উষ্ণ ঠোঁটের
স্পর্শকাঁতর আমি
কেনো বারে বারে
আমার স্মৃতিতে
তোমার ছবি ভেসে আসে
কেন বারে বারে তোমার স্মৃতি মনে পরে
কেন বারে বারে তুমি আমায় কাঁদাও
তুমি হীনা এই জীবনে একা রাত্রি কাটে
এখনও তোমার স্পস্র খুঁজি
তোমাকে পেতে চায় আমার শরীরটা (২)
কেন বুজনা তুমি আমায়