১. কলকাতা:-কুয়াশার চাদরে ঢাকা শহর কলকাতা
কুয়াশার চাদরে ঢাকা শহর কলকাতা। প্রায় সব জেলাতেই কুয়াশার সতর্কতা জারি হয়েছে। শীতের আমেজও বজায় রয়েছে। আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে চলবে এই বৃষ্টি। তবে তাপমাত্রা খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু’-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
২. দিল্লি:-দেশজুড়ে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি
এখনও বিদায় নেয়নি করোনা। ওমিক্রনের থেকেও বেশি সংক্রমক স্ট্রেন হানা দিতে পারে। ইতিমধ্যেই বিশ্ববাসীকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে শক্ত হাতেই করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা রুখে দিতে কার্যত সফল হয়েছে ভারত। দেশজুড়ে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। ছন্দে ফিরছে জনজীবন। কোভিড গ্রাফই সেই প্রমাণ দিচ্ছে। সংক্রমণে লাগাম টানা সম্ভব হয়েছে। ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেসের সংখ্যাও।
৩. ভাটপাড়া:-শোকের ছায়া নেমে এল ভাটপাড়ায়
একদিকে যখন আসন্ন পুরভোটকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে রয়েছে, তখন ভোটগ্রহণের আগেই শোকের ছায়া নেমে এল ভাটপাড়ায়। জানা গিয়েছে, শনিবার সকালে প্রয়াত হলেন ভাটপাড়ার তিন নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী বাবলি দে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর এহেন আকস্মিক প্রয়াণের ফলে বন্ধ থাকবে ভাটপাড়ার তিন নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ।
৪. বিশ্বভারতী:-খুলছে বিশ্বভারতীর ছাত্রাবাস
কোভিড পরিস্থিতির কারণে দীর্ঘদিন অফলাইন এবং অনলাইন দুভাবেই ক্লাস করার সুযোগ থাকলেও এবার থেকে নবম থেকে দ্বাদশ, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের অফলাইনেই ক্লাস করতে হবে বলে নির্দেশিকা দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। শুধুমাত্র প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের ক্লাস হবে অনলাইনে। পরিষ্কার-পরিচ্ছন্ন, স্যানিটাইজেশন শেষ হলেই খুলে যাবে ছাত্রাবাস।
৫. পূর্ব মেদিনীপুর:-নির্বাচন করতে প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন
সুষ্ঠুভাবে পৌর নির্বাচন করতে প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ইতিমধ্যে শুক্রবার বিকেল পাঁচটায় নির্বাচনী প্রচার শেষ হয়েছে। শুক্রবার রাতে তাম্রলিপ্ত পৌরসভা এলাকার তমলুক শহরের রুটমার্চ করল জেলা পুলিশ। বাইরে থেকে কোন লোকজন যাতে তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় না থাকে তার জন্য পুলিশকে ইতিমধ্যেই হস্তক্ষেপ করতে বলা হয়েছে।
৬. পশ্চিম মেদিনীপুর:-গ্রেফতার বিজেপি প্রার্থীকে
খড়ার পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ফাল্গুনী মিশ্র রাত বারোটা নাগাদ যখন বাড়ি ফেরার সময় রাস্তায় টহলদারি পুলিশ আটকায় তাঁকে। বাইকের মধ্যে থেকে নগদ ৭০ হাজার ৫০০ টাকা উদ্ধারও করে পুলিশ। এই ঘটনায় রাতেই গ্রেফতার করা হয় ওই বিজেপি প্রার্থীকে। যদিও গ্রেফতারির পরে সেই রাতেই জামিনে মুক্তিও পান ওই বিজেপি প্রার্থী।
৭. গড়বেতা:-চরম মর্মান্তিক ঘটনা
গড়বেতার লক্ষণপুর এলাকায় বছর পঞ্চাশের এক চাষী দেবাশীষ মান্না জমির আলু অতি ভারী বৃষ্টির ফলে নষ্ট হয়ে যাওয়ায় চিন্তায় আত্মহত্যা করেন। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শনিবার সকাল নাগাদ ঘটনাটি ঘটে। পরিবারের সদস্য বাড়ি থেকে দেহটি উদ্ধার করে নিয়ে গেলে দ্বারিগরিয়া গ্রামীণ হাসপাতালে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে।
৮. দুর্গাপুর:-বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতেগত চারদিন ধরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে অস্থায়ী কর্মীদের চতুর্থদিনের বিক্ষোভে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই এলে অস্থায়ী কর্মীরা গো ব্যাক শ্লোগান তোলেন।, ফলে পিছু হটতে হয় বিধায়ককে।হাসপাতালে অস্থায়ী কর্মীদের সাফ জানান, কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে তারা মানছেন না।
৯. দিনহাটা:-তোলপাড় শুরু দিনহাটার রাজনৈতিক মহলে
জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান বিধায়ক উদয়ন গ্রহকে হুমকি দিয়ে পোস্টার পড়ল তার বাড়িতে। বাড়ির সামনে লাল রঙে রাজবংশী উপভাষায় লেখা পোস্টারকে কেন্দ্র করে দিনহাটার রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। পোস্টার দুটি নজরে আসতেই উদয়ন বাবু পুলিশকে জানান। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে।
১০. সালানপুর:-রাস্তা নির্মাণের দাবিতে পথ অবরোধ
সালানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবদাসপুর সামডির মুখ্য রাস্তার উপর শিবদাসপুর গ্রামবাসীদের পথ অবরোধ। রাস্তাটির দশা বেহাল প্রায় দিনেই দুর্ঘটনা ঘটতে থাকে ওই রাস্তার উপর। তাই রাস্তা নির্মাণের দাবি জানিয়ে শনিবার সকাল থেকে গ্রাম বাসীরা শিবদাসপুর মোড়ের মাথায় পথ অবরোধ শুরু করে। রাস্তাটি অবরোধের জেরে ইসিএলের বনজেমারী কলিয়ারীর ট্রান্সপ্রোটিং পুরো পুরি ভাবে বন্ধ হয়ে পড়ে।
#newsbuleting #newsexpress #speednews
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: