ইউক্রেনে আটকে ভারতীয় পড়ুয়া, উৎকণ্ঠায় পরিবার #Durgapur #medicalstudent #Ukraine #Rebelindialive

Просмотров: 20   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
2
icon
Скачать
iconПодробнее о видео
ইউক্রেনের আকাশে বারুদের গন্ধ। রাজধানী কিভ যেন এক সন্ত্রস্ত শহর। রাশিয়ার ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে মানুষ আশ্রয় নিচ্ছেন শহরের মেট্রো স্টেশনে। সেই আতঙ্কের ছবি দেখছেন সারা বিশ্বের মানুষ। সেই খবর পাওয়া মাত্রই দুশ্চিন্তা ও উদ্বেগে রয়েছে দুর্গাপুরের স্টিল টাউনশিপের টেগর এভিনিউর বাসিন্দা নেহা খানের পরিবার। স্বস্তি উবে গিয়ে ঠায় টিভিতে চোখ আটকে রয়েছে আত্মীয়-পরিজনদের। নেহা খান ইউক্রেনের বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী।

পরিবার সূত্রে খবর, তিনবছর আগে মেয়ে পড়তে যায় বিদেশে..ভিডিও কলে বার বার কথা হচ্ছে..কিন্তু তাও দুশ্চিন্তা কমছে না পরিবারের। কিয়েভে MBBS-এর তৃতীয় বর্ষের পড়ুয়ার বাবা কী বলছেন এখনও পর্যন্ত কোন সমস্যা নেই বলেই পরিবারের সাথে হওয়া শেষ কথোপকথনে জানিয়েছেন নেহা।

নেহা আরও জানিয়েছেন, ইউক্রেনে স্থানীয় প্রশাসনের তরফ থেকে তাদের আবাসনের নিচে বেশ কয়েকটি সুরঙ্গ করে দিয়েছে। পরিস্থিতির অবনতি বুঝলে নিরাপত্তার জন্য সেখানে আশ্রয় নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। বেশ আতঙ্কের মধ্যে প্রহর গুনছেন নেহারা।যুদ্ধের আঁচ করে আগেই দেশ ছাড়তে বলা হয়েছিল ভারতীয়দের।বিশেষত পড়ুয়াদের দ্রুত ওই দেশ ছাড়তে বলা হয়েছিল।

জানা গিয়েছে,ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরত আনতে কিয়েভে গিয়েছিল এয়ার ইন্ডিয়ার AI 1947 বিমান। কিন্তু, ওই বিমানটিকে অবতরণ করতে দেওয়া হয়নি। ইউক্রেনের পরিস্থিতি জটিল হওয়ায় মাঝপথ থেকেই ফেরত আসতে হয় বিমানটিকে। ইউক্রেনে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য এই সপ্তাহে তিনটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছিল। যা বাতিল করা হয়েছে ইতিমধ্যেই। এদিকে পড়ুয়াদের বাড়ি ফেরা অনিশ্চিত হয়ে পড়ায় উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারগুলির।

রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  ইউক্রেনে আটকে ভারতীয় পড়ুয়া, উৎকণ্ঠায় পরিবার #Durgapur #medicalstudent #Ukraine #Rebelindialive - RusLar.Me