'আশাই ছিল না! বেঁচে ফিরেছি এই অনেক'

Просмотров: 17   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
0
icon
Скачать
iconПодробнее о видео
আজ যুদ্ধের ১২তম দিন।রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন।
ফের বৈঠকে রাশিয়া-ইউক্রেন। মিলবে কি রফাসূত্র?
এখনও আটকে বহু ভারতীয় ছাত্রছাত্রী।
বিদেশে পড়াশোনা করতে গিয়ে ইউক্রেনে আটকে পড়ে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ৪ ন‌ং ওয়ার্ডের বাসিন্দা হারাধন বেরার একমাত্র মেয়ে মেডিক্যাল কলেজ ছাত্রী দ্বীপাঞ্জলি বেরা।তিনি কিয়েভ মেডিক্যাল কলেজের ষষ্ঠ বর্ষের ছাত্রী।বাড়ি হলদিয়ার গিরিশমোড় সংলগ্ন বাসুদেবপুরের সৃজণ সরণী তে।গত ২৫ শে ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়।এরপর সাইরেন বাজাতেই বাঙ্কারে গিয়ে আশ্রয় নিয়েছেন মেডিক্যালের ফাইনাল ইয়ারের ওই ছাত্রী।খবর পেয়েই ভীষণ উদ্বেগের মধ‍্যে পড়েন পরিবারের সদস্যরা।সুযোগ পেলেই দফায় দফায় সরাসরি ফোন ও হোয়াটস্যাপে মেসেজ ও ভিডিও কল করে ওই ছাত্রী।
বাড়ি ফিরে আসার জন‍্য আকুতি মিনতি করতে থাকে দ্বীপাঞ্জলি।
বাঙ্কারের মধ‍্যে জল ও খাবার না পেয়ে ঠান্ডার মধ‍্যে থাকতে হয়।
নিজের কষ্টের কথা বাড়িতে জানাতে থাকে।
২০১৬ সালে ইউক্রেনে যায় ওই মেধাবী ছাত্রী।৬ বছরের মেডিক্যাল কোর্স চলতি বছরের মে মাসে ফাইনাল পরীক্ষা হয়ে শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু তা আর হল না।
ডাক্তারি পড়ার স্বপ্ন কার্যত এখনো অধরাই থেকে গেল।
জীবনের ঝুঁকি নিয়ে বর্ডার টপকে বাড়ি ফিরে এলো ওই ছাত্রী।
মেয়ে বাড়ি ফিরে আসায় খুশি বাবা,মা সহ পরিবারের সদস্যরা।
ছাত্রীর ভগবানের কাছে পার্থনা করছে সমস্ত ভারতীয় ছাত্রছাত্রীরা যেন বাড়ি ফিরে আসতে পারে।
#UkraineRussiaCrisis #ukraineindiastudent #war
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

  © 2019-2021
  'আশাই ছিল না! বেঁচে ফিরেছি এই অনেক' - RusLar.Me