ফিল্মি কায়দায় পুলিশের হাতে ধৃত ডাকাত

Просмотров: 9   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
0
icon
Скачать
iconПодробнее о видео
উপস্থিত বুদ্ধির দরুণ বড়সড় ডাকাতির প্ল্যান বানচাল হল আসানসোলে..যদিও ডাকাত ধরতে গিয়ে এক পুলিশকর্মী সহ মোট দু-জন আহত হয়েছেন..গ্রেফতার করা হয়েছে তিন ডাকাতকে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

রবিবার রাতে আসানসোলের রানীগঞ্জের রামবাগানের একটা বাড়িতে লুটের উদ্দেশ্যে হানা দেয় একদল ডাকাত। প্রথমেই বাড়ির প্রত্যেকের কাছ থেকে মোবাইলগুলি নিয়ে নেয় ডাকাতের দল..সেই সময় ওই বাড়িরই এক সদস্য বুদ্ধি করে প্রতিবেশীকে খবরটা দিয়ে দেয়। জানিয়ে দেয় যে বাড়িতে ডাকাত হানা দিয়েছে। এরপরই ঘটনা অন্যদিকে মোড় নেয়। ওই প্রতিবেশী পুলিশকে গোটা ঘটনাটা জানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ । এলাকা ঘিরে নেন তাঁরা।



অভিযোগ, মুহূর্তের মধ্যে কীভাবে কী হয়ে গেল, বুঝতে না পেরে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ডাকাতরা। ওই গুলিতেই দু'জন আহত হন। বর্তমানে যারা হাসপাতালে চিকিসাধীন। তবে তিনজনকে হাতনাতে ধরতে সক্ষম হয় পুলিশ । বাকি ডাকাতদের তল্লাশিতে ইতিমধ্যেই শিল্পাঞ্চলজুড়ে নাকা তল্লাশি শুরু হয়েছে। ডাকাতরা কোথা থেকে এসেছিল, সেই খোঁজ করছে পুলিশ ।
ব্যুরো রিপোর্ট..রেবেল ইন্ডিয়া ডট লাইভ

#asansol #police #thies

রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  ফিল্মি কায়দায় পুলিশের হাতে ধৃত ডাকাত - RusLar.Me