প্রতীক্ষার অবসান। সারা দেশের পাশাপাশি বঙ্গেও পালিত হচ্ছে রঙের উৎসব। ২০২২ সালের হোলি উৎসব ঘিরে ইতিমধ্যেই দেশে সাজো সাজো রব। মনের কালো দিককে মিটিয়ে সকলের রঙে রঙ মিলিয়ে চলার পথ দেখায় বসন্তের এই উৎসব। রাজ্যের বিভিন্ন প্রান্তে মহাসমারোহে সকাল থেকেই রঙিন হয়ে উঠছে আবালবৃদ্ধবনিতা।
আজ দোল উৎসব উপলক্ষে বেলুড় মঠে এই দিনটি মহা সমারোহে পালিত হয়। সাতসকালেই শ্রীরামকৃষ্ণে দেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের শুরু। গানের সাথে চলে নাচ ও আবির মাখানো। বেশ কিছুক্ষন অনুষ্ঠান চলার পর মিষ্টি মুখ শেষে অনুষ্ঠানের সমাপ্তি হয়। করোনার কারণে এবারে দর্শকদের প্রবেশাধিকার ছিল না। অন্যদিকে, দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে ইস্কনের তরফে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় কলকাতায়। অন্যদিকে, শহর কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুরেও পাঠবিতানের পক্ষ থেকে ৩০ তম বসন্ত উৎসব পালন করা হয়। শুক্রবার সকালে বহরমপুরের পঞ্চাননতলার কারবালা রোডের পাঠবিতান স্কুলের পক্ষ থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয়৷ প্রভাত ফেরি শেষে এলাকার ছোট বড় ছেলে মেয়েদের নিয়ে প্রতিবারের ন্যায় বসন্ত উৎসবে মেতে ওঠে।
সব মিলিয়ে বলা যায়, টানা দু'বছর পর করোনা সংক্রমণ কম হওয়ায় এবারে আবির উড়িয়ে দিনভর রঙিন হওয়ার প্রস্তুতি নিচ্ছে আট থেকে আশি সকলেই।
#basantautsav #bishwabharti #holi2022
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: