যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরল মেয়ে

Просмотров: 13   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
0
icon
Скачать
iconПодробнее о видео
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন মেয়ে...স্বস্তির নিশ্বাস পড়ল তমলুকের নিমতৌড়ির ভৌমিক
পরিবারে।পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ির দেবতোষ ভৌমিকের মেয়ে সনিয়া ভৌমিক মেডিক্যাল পড়াশোনা করতে
গিয়েছিলো ইউক্রেনে।২০ তারিখ থেকে রুশ হামলা শুরু হয়ে যায়। তারপরই আতঙ্কিত হতে শুরু করে সবাই।সময়ের
সঙ্গে সঙ্গে আরও তীব্র হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। মঙ্গলবার সকালে খারকভে রুশ গোলায় মৃত্যু হয়েছে এক
ভারতীয় পড়ুয়ার। যুদ্ধের খবর পাওয়া মাত্রই আতঙ্কের ছায়া ভৌমিক পরিবারে....মেয়েটা যে কীভাবে আছে? কে
জানে কিছু খেতে পেয়েছে কিনা? আবার দেখতে পাবেন তো আত্মজার মুখটা? এমনই নানা প্রশ্ন ঘিরে ধরেছিল
সোনিয়ার পরিবারের সদস্যদের মনে।অবশেষে ঘরের মেয়ে ঘরে ফেরায় শান্তি


তবু নিজের পরিবারে ফিরে এখনো কাটছে না আতঙ্কের সেই রাতগুলো।ঠিক কী ঘটেছিল দিলেন তার বিস্তারিত
বিবরণ। অন্ধকার নামলেই কালো আঁধারে গোটা শহরকে গ্রাস করতো। ঘরের ভিতরে সব আলো নিভিয়ে রাখতে
হতো। এমনটাই ছিল নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে। রোজ বিকেলের পরে সন্ধ্যেবার রাত্রি কাটতো যথেষ্ট উদ্বেগ আর
ভয় নিয়ে। তখন ভয়টা আরও বাড়তো। এই বুঝি সাইরেন বেজে ওঠে। সাইরেন বাজলেই ওই অন্ধকারের মধ্যেই
ছুটে ঢুকতে হবে বাঙ্কারে। এভাবেই কাটছিল সেখানে। এরপর যখন ভারতীয় সংবাদ মাধ্যমে কেন্দ্রীয় সরকারের
ঘোষণা ও ইউক্রেনে ভারতীয় দূতাবাসের সক্রিয়তার কথা জেনে আশা জাগে মনে। হ্যাঁ....... আসতে কষ্ট হলেও
অবশেষে এই ভয়ের পরিবেশ থেকে ফিরে আসতে পারবে পরিবারের কাছে।


তবে খাওয়াদাওয়া নিয়ে সমস্যাতে পড়েছিলেন তারা। যুদ্ধের শুরু হওয়ার পরই বন্ধ হয়েছিল ইউক্রেন মেস। তখন
ভারতীয় মেসই একমাত্র ভরসা ছিল। যদিও তারা একবেলার খাবার দিত। এছাড়া সুপার মার্কেটগুলোতে সেভাবে
খাবার ছিল না বলে বন্ধ হয়ে গিয়েছিল।


#ukraine #returnshome #indiastudent


রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরল মেয়ে - RusLar.Me