১. কলকাতা:-হাসফাস গরম বাংলায়
সকাল থেকে মেঘলা আকাশ। গরমে হাঁসফাঁস করা দক্ষিণবঙ্গে মেঘ আশা দেখালেও এখনই বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উল্টে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
২. দিল্লি:-একদিনের মধ্যে ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম
একদিনের মধ্যে ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। পেট্রলে লিটার প্রতি ৮৩ পয়সা ও ডিজেলে ৮০ পয়সা করে বাড়ানো হল। পরপর দু’দিন পেট্রল-ডিজেলের দাম বাড়ায় জনসাধারণের উপর আর চাপ পড়তে চলেছে। পাঁচ রাজ্যের নির্বাচন মিটতেই বাড়তে শুরু করেছে পেট্রোপণ্যের দাম।
৩. মেদিনীপুর:-দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে মেদিনীপুর শহরে মিছিল
শ্রমিক কৃষক বিরোধী নীতির প্রতিবাদে আগামী ২৮ ও ২৯ শে মার্চ ৪৮ ঘন্টা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে বিশাল মিছিল করল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বামপন্থী শ্রমিক সংগঠনগুলোর যৌথ মঞ্চ।
৪. খড়গপুর:-মুগ্ধ রাজনৈতিক মহল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অগাধ শ্রদ্ধার জেরেই দ্বাদশ শ্রেণীর ছাত্র দেবাংশু রায় এক মৃৎশিল্পীকে আবেদন করে মুখ্যমন্ত্রীর একটি মূর্তি বানিয়ে দেওয়ার জন্য। দ্বাদশ শ্রেণীর ছাত্রের এই আবেদনে সারা দিয়ে সম্পূর্ণ বিনা পয়সায় মুখ্যমন্ত্রীর একটি মূর্তি বানিয়ে দিয়েছে স্থানীয় মৃৎশিল্পী নয়ন পাল।
৫. হুগলি:-পথচলা শুরু করল মোবাইল ভ্যাকসিন ভ্যান
ষাটোর্দ্ধ ব্যাক্তিদের করোনা ভ্যাকসিনের ২য় ডোজ নেওয়ার প্রবনতা কম থাকায় বয়স্কদের টিকাদানের জন্য ইতিমধ্যেই জাতীয় স্বাস্থ্য অভিযান স্বীকৃত একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে গাঁটছড়া বেঁধেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
৬. কলকাতা:-মুক্তির অপেক্ষায় RRR
ব্লক বাস্টার শেষ ছবি বাহুবলী মুক্তির বেশ কয়েক বছর পর আবার ছবি নিয়ে হাজির পরিচালক এস এস রাজমৌলি। তাঁর পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘RRR’ এবার মুক্তির অপেক্ষায়। ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজকে সাক্ষী রেখে কলকাতায় ছবির প্রমোশন করতে দেখা গেল নির্মাতাদের
৭. জগদ্দল:-যুবতীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
যুবতীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জগদ্দল থানার শ্যামনগর গুড়দহ মাতৃপল্লীতে। মৃতার নাম রিয়া মুখার্জি ( ২৬)। মঙ্গলবার রাতে নৈহাটি থানার জি আর পি শ্যামনগর স্টেশন সংলগ্ন ২৫ ও ২৬ নম্বর রেলগেটের মধ্য থেকে রিয়ার মৃতদেহ উদ্ধার করে।
৮. রামপুরহাট:-রামপুরহাটের বগটুই গ্রামের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা
রামপুরহাটের বগটুই গ্রামের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে উচ্চশিক্ষা সংসদের তরফে, জানালেন উচ্চশিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান,পরীক্ষা শুরু হতে এখনও হাতে রয়েছে বেশ কয়েক দিন। ওই এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্য সরকারের সাথে কথা বলা হবে।
৯. মালদা:-দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতা মালদায়
দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতা শুরু হল মালদায়। পশ্চিমবঙ্গ সহ পূর্বাঞ্চলের একাধিক রাজ্যের দৃষ্টিহীনরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। স্পার্ক নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দৃষ্টিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে এই পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে মালদা জেলা প্রশাসন ও যুব কল্যাণ দপ্তরের তরফে।
১০. আসানসোল:-অগ্নিমিত্রা পালকে আক্রমনে সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়
'অগ্নিকে জলে পরিণত করে সমুদ্রের জলে ভাসিয়ে দেব' পাণ্ডবেস্বর থেকে আসানসোল লোকসভা উপ-নির্বাচনের বিজেপি প্রাথী অগ্নিমিত্রা পালকে আক্রমনে সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়।
১১. বনগাঁ:-প্রয়াত বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
প্রয়াত বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ দাস। তার বয়স হয়েছিল ৭৯ বছর। বুধবার ভোর ৫:০৫ বনগাঁ মহাকুমা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন।
১২. তাম্রলিপ্ত:-তাম্রলিপ্ত পুরসভার নব নির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠান
বুধবার তাম্রলিপ্ত পুরসভার মহেন্দ্র স্মৃতি সদন প্রেক্ষাগৃহে তাম্রলিপ্ত পুরসভার নব নির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহন করান তমলুকের মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা।
#newsbuleting #newsexpress #speednews
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: