সকাল থেকে পুরসভার ভোট ঘিরে যখন তুমুল উত্তেজনা জেলায় জেলায়। সেইসময়েই একেবারে ভিন্ন ছবি ধরা পড়ল হুগলির চুঁচুড়া ১৫ নম্বর ওয়ার্ডে
ঠিক কি ছবি ধরা পড়ল এই কেন্দ্রে?
রবিবার সকাল সকাল ভোট দিতে গিয়েছিলেন এলাকার এক বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি। তার যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য শাসক দলের বেশ কিছু স্থানীয় ছেলেরা এগিয়ে এলেন, বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। ভোটকেন্দ্রের অব্যবস্থায় অনেক সময়ই প্রতিবন্ধীদের বুথে নিয়ে আসেন না পরিবারের লোকজন। ফলে ভোট দেওয়ার ক্ষেত্রেও নিরুৎসাহিত হয়ে পড়েন এই ভোটাররা। প্রশাসনিক সমীক্ষায় দেখা গিয়েছে, স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথে কিংবা যে বুথে ভোটার সংখ্যা বেশি সেখানে বুথমুখো হতেন না তাঁরা। সমীক্ষার সময়ে এই ভোটাররা দাবি করেছেন, আগে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় না। লাইনে দাঁড়াতে বা মেঝেতে বসে থাকতে বাধ্য করা হয়। তা ছাড়া ভোট কেন্দ্রে ঢুকে ভোট দেওয়ার সময় পরিবারের কেউ পাশে থাকতে চাইলেও তা দেওয়া হয় না। বয়স্কদের
ক্ষেত্রেও এই সমস্যা হয়।
তবে এবারে সুষ্ঠু ভাবে ভোট দিতে পারায় খুশি বিশেষ চাহিদাসম্পন্ন সেই ভোটার। সকাল থেকেই শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে এই এলাকায়, এই ওয়ার্ডে শাসক দলের পার্থী ইন্দ্রজিত দত্ত।
#municipaltyelection #municipaltyelection2022 #চুঁচুড়া #hooghly
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: