দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express 21-03-2022

Просмотров: 8   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
0
icon
Скачать
iconПодробнее о видео
১. কলকাতা:-আরও ঘনীভূত হচ্ছে নিম্নচাপ

আরও ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। আর সেই নিম্নচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে সেটি দক্ষিণ বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় আরও একটু শক্তি বাড়িয়ে ১২ ঘণ্টা পরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এর জন্য আন্দামান এবং সন্নিহিত এলাকার ওপরে নজরদারি চালানো হচ্ছে।

২. গুয়াংঝি প্রদেশ:-ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল চিনে

দক্ষিণ চিনে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। কুনমিং থেকে গুয়াংঝাউয়ের দিকে যাওয়ার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বিমানে ১৩৩ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে উদ্ধারকারী দল। জানা যাচ্ছে, চিনের ইস্টার্ন প্যাসেঞ্জার জেট বিমানটি ১৩৩ জন যাত্রীকে নিয়ে কুনমিং থেকে গুয়াংঝাউয়ের দিকে রওনা হয়েছিল। পরে দক্ষিণ-পশ্চিম চিনে গুয়াংঝি প্রদেশের উপর বোয়িং ৭৩৭ বিমানটি ভেঙে পড়ে।

৩. রামপুরহাট:-তৃণমূল ছাত্র পরিষদের তরফে কেক ও জলের ব্যবস্থা

বর্ধমান ইউনিভার্সিটির কলেজ বিশ্ববিদ্যালয়ে অফলাইনে ক্লাস শুরু হলেও স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের পরীক্ষা অনলাইনে হচ্ছে। এদিন রামপুরহাট কলেজের বাইরে প্রথম সেমিস্টারের ছাত্র ছাত্রীদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাদেরকে কেক ও জলের পর্যাপ্ত ব্যবস্থা করে দেওয়া হয়।

৪.দাসপুর:-BDO-র হাতে সংগৃহীত টাকা তুলে দিল স্কুল পড়ুয়ারা

দাসপুরের রাস্তা মেরামতের জন্য সংগৃহীত টাকা দাসপুর ১ নং ব্লকের BDO-র হাতে তুলে দিল স্কুল পড়ুয়ারা। প্রায় দুদিন ধরে রাস্তা মেরামতের জন্য মোট ২০০০ টাকা স্থানীয় বিডিওর হাতে তুলে দিল পড়ুয়ারা।

৫. কলকাতা:-আরও এক ধাপ এগোল দেশের টিকাকরণ কর্মসূচি

আরও এক ধাপ এগোতে চলেছে দেশের টিকাকরণ কর্মসূচি। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই শুরু হয়েছিল ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ ও কো-মর্ডিবিটিযুক্ত ষাটোর্ধ্বদের প্রিকশন ডোজ প্রয়োগ শুরু হয়েছিল। এবার ১২ থেকে ১৪ বছর বয়সীরাও পাবে করোনার টিকা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশজুড়ে আপাতত সরকারি টিকাকরণ কেন্দ্রগুলিতেই ছোটদের টিকাকরণ চলবে।

৬. পানিহাটি:-পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যা

স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদের জেরে নিজের গায়ে আগুন লাগিয়ে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। পানিহাটি শ্যামাপল্লী এলাকার বছর তিরিশের যুবক গৌতম শী মার্বেল ব্যবসায়ী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও খড়দহ থানার পুলিশ।

৭. শান্তিনিকেতন:-নতুন করে উত্তপ্ত বিশ্বভারতী চত্বর

তিন দফা দাবি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গত ২৩ দিন ধরে চলছে আন্দোলন। এই তিন দফা দাবি দাওয়ার মধ্যে রয়েছে হোস্টেল খোলার দাবি,পরীক্ষার দিন পেছানোর দাবি, অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি-দাওয়া। এই সকল দাবি-দাওয়াকে ঘিরে সোমবার নতুন করে উত্তপ্ত হতে লক্ষ্য করা গেলেও বিশ্বভারতী চত্বরকে।

৮. পূর্ব মেদিনীপুর:-১২ থেকে ১৪ বয়সিদের বুস্টার ডোজ প্রদান

রাজ্য সরকারের নির্দেশ মতো রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় ১২ থেকে ১৪ বয়সি কিশোর-কিশোরীদের বুস্টার ডোজ প্রদান করা হয়। আগামীদিন থেকে তাম্রলিপ্ত পুর এলাকার সমস্ত স্কুলের পড়ুয়াদের টিকা দেওয়া হবে। ইতিমধ্যে সমস্ত স্কুলকে জানিয়ে দেওয়া হয়েছে।

৯. বর্ধমান:-বর্ধমান পুলিশ লাইনে মহিলাদের বি সার্টিফিকেট ও সি সার্টিফিকেট জন্য প্রশিক্ষণ

এনসিসির উদ্যোগে আজ বর্ধমান পুলিশ লাইনে মহিলাদের বি সার্টিফিকেট ও সি সার্টিফিকেটের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালায় পূর্ব বর্ধমান জেলা সহ অন্যান্য জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় ৩০০ প্রতিনিধি উপস্থিত আছেন।

১০. বালিগঞ্জ:-মনোনয়ন পত্র জমা দিলেন বাবুল সুপ্রিয়

এগিয়ে আসছে উপনির্বাচনের সময়। আসন্ন উপনির্বাচনে এবার ঘাসফুলের টিকিটে লড়াই করবেন বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান জনপ্রিয় গায়ক।

১১. হলদিয়া:-মাছ বিক্রেতাদের দেওয়া হল শীততাপ নিয়ন্ত্রিত মাছ পরিবহনের বাক্স

ভ্রাম্যমান মাছ বিক্রেতাদের সাইকেল সহ শীততাপ নিয়ন্ত্রিত মাছ পরিবহনের বাক্স দেওয়া হল হলদিয়া ব্লকে। সোমবার হলদিয়া বিডিও অফিসের সামনে আঠেরো জন মাছ ব্যাবসায়ীকে মাছ পরিবহনের আধুনিক সাইকেল বাক্স তুলে দিলেন বিশিষ্ট ব্যক্তিরা। মাছ ব্যাবসায় বেশ কাজে লাগবে বলে মনে করে উপোভোক্তারা।

#speednews #newsbuleting #newsexpress

রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  দিনের বাছাই করা খবর দেখুন রেবেল News Express 21-03-2022 - RusLar.Me