সমাজের দিকে 'বিশেষ' প্রশ্ন ছুঁড়ে প্রাক বসন্তে রঙীন রমণীরা

Просмотров: 7   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
0
icon
Скачать
iconПодробнее о видео
" Why should men have all the fun! " এই প্রশ্নকে সামনে রেখে এবং তার উত্তর খুঁজতেই শুধুমাত্র মহিলারাই বসন্ত উৎসবের আগেই বসন্ত উৎসবে মেতে উঠলেন রায়গঞ্জ শহরে। তাঁদের কথায় ছেলেদের কোথাও কোনও আনন্দ উৎসব করতে কোনও বাধা থাকেনা। কিন্তু রমনীরা সংসারের বাঁধনে পরিবারের কথা মাথায় রেখে অনেক বিধিনিষেধের মধ্যে আটকে পড়তে হয়। তাই আগামী বসন্ত উৎসবের আগেই রঙের উৎসবে মেতে উঠলেন রায়গঞ্জ শহরের রমনীরা। রায়গঞ্জ মিউনিসিপ্যাল পার্কে আয়োজিত বসন্ত উৎসবে বাঁধনছাড়া আনন্দে মেতে উঠলেন নাট্যকার থেকে শিক্ষিকা বা নেহাতই গৃহবধূরা।

১) চন্দ্রীমা রায়চৌধুরী

বসন্ত এসে গেছে। প্রকৃতি সেজে উঠেছে তার রূপে রসে আর গন্ধে। আর প্রকৃতির সাজের সাথে সাথে নারীদের মনেও লেগেছে বসন্তের ছোঁয়া। বহু প্রতিকূলতার মধ্য থেকে আনন্দকে ধরে রাখার জন্য এটি একটি অনন্য প্রয়াস বলে জানালেন প্রাক বসন্ত উৎসবে মেতে ওটা রমনীরা।

২) সঙ্গীতা ঘোষ

সমাজের বিভিন্ন স্তরের নারীরা এই মহামিলন উৎসবে সামিল হয়েছিলেন আবির রংয়ে নিজেকে রাঙিয়ে নিয়ে এই উৎসবে অংশগ্রহণ কারী এক নাট্যকর্মী বলছেন ...

৩) ঝুলন সরকার


এই সমাজে প্রতিটি মানুষের জীবনেই রয়েছে নানান চাপ, বাধা বিপত্তি। কিন্তু দেখা যায় এরইমধ্যে পুরুষেরা তাঁদের নিজেদের আনন্দটুকু অনায়াসেই উপভোগ করে নেয় অথচ রমনীরা তা পারেনা। তারাও তো সংসারের বা নিজের কর্মস্থলের চাপে পিষ্ট হয়ে থাকেন। তাই নিজেরাই নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করতে প্রাক বসন্ত উৎসবে মেতে উঠলেন রায়গঞ্জ শহরের নারীরা।
#pakistan #women #basantautsab
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  সমাজের দিকে 'বিশেষ' প্রশ্ন ছুঁড়ে প্রাক বসন্তে রঙীন রমণীরা - RusLar.Me