চব্বিশ প্রহর নাম সংকীর্তন ও চার দিনের দোল পূর্ণিমা উৎসব নিয়ে এবারও জমজমাট পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার পাইকমাজিটা গ্রাম। বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার ভক্ত সমাগমে অনুষ্ঠিত হল এখানকার বিশেষ বৈশিষ্ট্য ৬৪ মহন্তের ভোগ নিবেদনও।
শহরের কোলাহল থেকে বহু দূরে পশ্চিম মেদিনীপুরের অজ পাড়া-গ্রাম। নগর জীবনের সুযোগ সুবিধা এখনও পৌঁছায়নি শান্ত এই গ্রামে। যোগাযোগ ব্যবস্থাও খুব ভালো নয়। তবে ৫দিন ধরে গ্রাম মেতে ওঠে অনাবিল আনন্দে। শ্রদ্ধা-ভক্তি সহকারে পালিত হয় মিলন উৎসব।
বহু বছর আগে নবদ্বীপের গুরুবাড়ির ৬৪ মহন্তের ভোগ উৎসব দেখে নিজের বাড়িতেও দোল উৎসব ও ভোগ নিবেদনের আগ্রহ জন্মায় পশ্চিম মেদিনীপুরে পাইকমাজিটা গ্রামের গৌরহরি গোস্বামী বন্দ্যোপাধ্যায়ের। আজ থেকে ৩৩ বছর আগে নিজের বাড়িতে শুরু করেন ৪ দিন ব্যাপি দোল উৎসবের। সেই থেকে প্রতিবছরই হাজার হাজার শিষ্য-ভক্তের সমাগমে মুখরিত হয়ে ওঠে গোস্বামী বাড়ির দোল উৎসব। তাঁর প্রয়াণের পর পরবর্তী প্রজন্ম একইভাবে ভক্তি সহকারে চালিয়ে যাচ্ছেন এই মহান কর্মযজ্ঞ্। দিনে দিনে কলেবরে বেড়ে উঠেছে এই মহাযজ্ঞ।
#paikmajita #গৌরহরিগোস্বামীবন্দ্যোপাধ্যায় #dolutsav #DolPurnima #dolpurnima2022 #radhakrishna
দোলের আগের দিন থেকেই শুরু হয় উৎসব। দোল পূর্ণিমার দিন থেকে ২৪ প্রহর ব্যাপী নাম সংকীর্তণে মুখরিত গোটা এলাকা। প্রতিদিনই দেওয়া হয় মালসা ভোগ। তবে নাম সংকীর্তণের পাশাপাশি এখানকার মূল আকর্ষণ ৬৪ মহন্তের ভোগ। নাম সংকীর্তন ও মালসা ভোগের কথা সব সময়ই শোনা যায়। কিন্তু নবদ্বীপ ধামে জীবন কৃষ্ণ প্রভুপাদের বাড়ি ও বিশেষ কয়েকটি স্থান ছাড়া শুধুমাত্র এখানেই ৬৪ মহান্তের ভোগ নিবেদন করা হয়।
যথেষ্ট শ্রদ্ধা-ভক্তি থাকলেই এটা করা যায় বলে মত গোস্বামী বাড়ির সদস্য থেকে ভক্তদেরও। অনেক শিষ্যবর্গের সহযোগিতায় বিগত বছরের মতো এবছরও ২৪ প্রহর নাম সংর্কীর্তণের পাশাপাশি নিবেদন করা হল এই ভোগ উৎসব। গোস্বামী বাড়িতে দোল উৎসবের শেষ পর্যায়ে একে অপরকে আবিরে রাঙিয়ে দেওয়ার উৎসবে মেতে উঠলেন হাজার হাজার মানুষ। আর প্রতি বছরের মতো এ বছরও এই মহান কর্মযজ্ঞে সামিল হতে পেরে খুশির জোয়ারে ভাসলেন গোস্বামী বাড়ির সদস্য থেকে এ বাড়ির শিষ্য-ভক্তরাও।
#holifestival2022 #holifestival #festival #bengalifestival
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: