আজ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি। এই বছর ১৮৭ তম বর্ষের জন্মতিথি উৎসব পালন হচ্ছে বেলুড় মঠে। কয়েকদিন আগেই বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে জানান হয়েছিল জন্ম তিথি উৎসব পালনের তথ্য সূচি। শুক্রবার বেলুড় মঠে ভোর ৪ ঘটিকায় মঙ্গলারতির মাধ্যমে তিথি পালনের উৎসব শুরু হয়। এরপর বেদপাঠ, স্তব গান গাওয়া হয়। এরপরে শ্রী ঠাকুরের বিশেষ পুজো ও হোম সম্পন্ন হয়। হোমের পরে গীতি আলেখ্য পাঠ করেন মঠের সন্ন্যাসীরা। এছাড়াও রামকৃষ্ণ কথামৃত পাঠ ও তার ব্যাখ্যা দান পর্ব অনুষ্ঠিত হয়। পরে ভক্তিগীত পরিবেশন, শ্রীরামকৃষ্ণ লীলা ব্যাখ্যা পাঠ করা হয় বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণ মন্দিরের নাট মন্দিরে। এছাড়াও শ্রীরামকৃষ্ণ বন্দনা করা হয় নাট মন্দিরেই।
এর পাশাপাশি, দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন উইঙ্কর সামনে থেকে যুদ্ধ নয় শান্তি চাই এর বার্তা নিয়ে শান্তি মিছিল আয়োজন করেন। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ, বহু ভারতীয় সেখানে এখন পর্যন্ত আটকে রয়েছে তাই তাদের সুরক্ষা ও বিশ্ব শান্তির বার্তা দিয়ে এই মিছিল আয়োজন করেন কামারহাটি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী অরিন্দম ভৌমিক। বর্ণাঢ্য শোভাযাত্রায় রামকৃষ্ণ পরমহংসের জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতি ছবিতে মালা পরিয়ে এবং শ্রদ্ধা জানিয়ে কামারহাটি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে শোভাযাত্রা করেন।
অন্যদিকে, ঠাকুরের জন্মতিথি পালন হল কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে। মহা সমারোহে ধুমধাম করে দিনটি উদযাপিত হয় । প্রতিবছরের মতো এবছরও বহু দূর দূরান্ত থেকে শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের ভক্তরা আসেন। এই কামারপুকুরে আজকের দিনটি তাদের কাছে অন্যান্য দিনের তুলনায় অন্যতম শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্ম ভিটা কামারপুকুর রামকৃষ্ণ মঠ সেখানে এসে উপস্থিত হন বহু দূর দূরান্ত থেকে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের ভক্তরা। কোভিড বিধির কারণে অনুষ্ঠানে কিছু কাটছাঁট করা হলেও সারাদিন ধরে চলে কামারপুকুর মঠ ও মিশনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান। রামকৃষ্ণ পরমহংসদেবে সম্বন্ধে কথামৃত পাঠ করেন মঠের মহারাজ।
#ramakrishnamath #ramakrishnaparamahamsa #kamarpukur
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: