সিকিম ভ্রমণের সেরা টিপস।সিকিম ভ্রমণে যাওয়ার উপযুক্ত সময়।
ফেব্রুয়ারি থেকে মে হলো সিকিম ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। সবচেয়ে বেশি পর্যটক এই মৌসুমেই ভ্রমণ করে। আবার জুন থেকে সেপ্টেম্বরে সিকিমের আবহাওয়া সবচেয়ে সহনশীল থাকে। কিন্তু বৃষ্টিতে ভূমিধ্বস হয়ে আকস্মিক রাস্তা বন্ধ থাকতে পারে। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত হেমন্তের আমেজে বেশ ভালো ভ্রমণ হবে। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে পুরো সিকিম বরফে ঢেকে যায়। এসময় লোকজন কম থাকায় কম খরচে ঘুরে আসা যায়। ভিড়, খরচ, আবহাওয়া ইত্যাদি দেখে নিজের পছন্দের সময় বেছে নিতে পারবেন।