১) সব কিছু ঠিকঠাকই ছিল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল পরিস্থিতি। কিন্তু, আবার নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ।দেশে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভিটির হার বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে।
২) শেষ পর্যন্ত গরম থেকে মুক্তি। গতকাল, বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টি হওয়াই তাপমাত্রা কিছুটা কমেছে। আর আজ, বৃহস্পতিবার থেকেই কলকাতায় ঝড়-বৃষ্টির কারণে মিলতে চলেছে স্বস্তি। শনিবার অবধি বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজবে বাংলার প্রায় সবকটি জেলা।
৩) মহিষাদলের পর এবার খাপ পঞ্চায়েতের ছায়া পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে। এবার গ্রামের এক পুজো বাড়িতে খেতে গেলে গ্রামের মানুষজনকে দিতে হবে পাঁচ হাজার টাকা জরিমানা। এমনই ফতোয়া জারি করা হয়েছে গ্রাম কমিটির তরফ থেকে। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।
৪) শিল্প শহর হলদিয়ায় বুধবার রাতের হলদিয়ার ভবানীপুরের বাঁশখানা জালপাই এলাকায় এক অজ্ঞাত পরিচয় মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বালুঘাটা থেকে গঙ্গামোড় গামী হলদি নদীর তীরবর্তী রাস্তার পাশের ফাঁকা ধান জমিতে ওই মহিলার গলার নলি কেটে পালায় দুষ্কৃতীরা।
৫) জাহাঙ্গীরপুরীতে ঘটে যাওয়া ঘটনায় মহিষাদলের কাঞ্চনপুরের একই পরিবারের তিনজন গ্রেপ্তার। আসলাম আলি, মুক্তার আলি, আসকর আলি। গ্রেপ্তার হওয়া তিনজনের পরিবারের সাথে কথা বলেন দিল্লি থেকে আগত দিল্লি ক্রাইম বাঞ্চের তিনজন প্রতিনিধি ও মহিষাদল থানার পুলিশ। আসলাম, মুক্তার ও আসকর গ্রেপ্তার হওয়ার কথা স্বীকার করে নিয়েছে মা আসপিয়া বিবি।
৬) আগামী মে মাসে পূর্ব মেদিনীপুর সফরে সম্ভাব্য আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাজপুর বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি নয়াচরে প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার একটি অনুষ্ঠান থেকে এমনটাই ইঙ্গিত দেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।
৭) মহিষাদল থানার আন্দুলিয়া গ্রামে ঘরোয়াভাবে নাবালিকার বিয়ের পর বউভাত অনুষ্ঠান চলাকালীন প্রশাসন ও পুলিশ হানা দিয়ে বর এবং তার মাকে গ্রেপ্তার করে। ১৭বছরের ওই নাবালিকাকে বৃহস্পতিবার হলদিয়া কোর্টে তোলা হয়। বুধবার রাতে পুলিশ হানা দিতেই আমন্ত্রিত লোকজন দৌড়ে পালান। প্রসঙ্গত উল্লেখ্য, সর্বত্রই নাবালিকাদের বিয়ে রুখতে সক্রিয় হয়েছে প্রশাসন ও পুলিশ।
৮) চক বহিচবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে।কিন্তু মাঝেমধ্যেই স্কুলের টালির ছাদ থেকে টালি খুলে পড়ছে ছাত্র-ছাত্রীদের মাথায়। টালি খুলে পড়ায় চার পাঁচ জন ছাত্র-ছাত্রী এখনও পর্যন্ত অসুস্থ হয়েছে।স্কুলের বিল্ডিং মেরামতি ও পাকা ছাদের দাবিতে ২১ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পথ অবরোধ করে ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা।
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: