দাসপুর তথা ঘাটাল মহকুমায় খুশির হাওয়া। দাসপুর-১ ব্লকের নাড়াজোল রাজবাড়ি পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রে স্থান পেয়েছে। এর আগেই ঘাটাল মহকুমার বীরসিংহ তথা প্রাতঃস্মরণীয় মনীষী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান ওই মানচিত্রে স্থান করে নিয়েছিল। এবার নাড়াজোল রাজবাড়ি ওই মানচিত্রে স্থান করে নেওয়ায় খুশি নাড়াজোল খান রাজ পরিবারের সদস্যরাও। আমাদের প্রতিনিধি সরাসরি পৌঁছে গেছিলেন নাড়াজোলে। চলুন তার মুখ থেকেই শুনে নিই নাড়াজোলের কথা।
আনুমানিক যোড়শ শতকে নাড়াজোল জমিদার বংশের সূচনা করেন উদয়নারায়ণ ঘোষ। নাড়াজোলের ইতিহাস থেকে জানা গিয়েছে, উদয়নারায়ণ ঘোষ বর্ধমানের রাজার দেওয়ান ছিলেন। এই সময় নাড়াজোল ছিল গভীর জঙ্গল। আদিম জনজাতির বাস ছিল ওই এলাকায়। ভাষা গবেষক প্রয়াত সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের ব্যাখ্যায়, ধান গাছ কেটে নেওয়ার পর যে অবশিষ্ট অংশটি মাঠে রয়ে যায় তাকে ‘নাড়া’ বলে। ‘জলা’ শব্দের অপভ্রংশ ‘জোল’, সেই থেকেই নাড়াজোল শব্দটি এসেছে।
নাড়াজোল জমিদার বংশের উত্তরাধিকারীর কথায়,
বিস্তীর্ণ এলাকা জুড়ে খান রাজবংশের বিভিন্ন নিদর্শন এখনও রয়েছে। পরিখা বেষ্টিত রাজবাড়ি, নাড়াজোল ও তার পার্শ্ববর্তী এলাকায় জুড়ে বিভিন্ন ধরনের ৫০টি মন্দির, রাজাদের রথ, হাওয়া মহল, ছ’ একর পুকুরের মাঝখানে ১১ ডেসিমেল জায়গার উপর জল হরি মন্দির, রাজা রানিদের বসবাসের ঘর, ঠাকুরবাড়ি। দেবাশিসবাবু বলেন, খান রাজাদের সঙ্গে স্বাধীনতা আন্দোলনের সুনিবিড় সম্পর্ক ছিল।
নাড়াজোলের ইতিহাস নিয়ে কথা বলতে গিয়ে এক বিশিষ্ট ব্যক্তিত্ব বলেন,
দাসপুর-১ ব্লকের নাড়াজোল এলাকাটি চন্দ্রকোণা বিধানসভা মধ্যে পড়ে।রাজবাড়ি ও তার পার্শ্ববর্তী এলাকাকে আকর্ষণীয় করে তোলার জন্য রাজ্যে সরকার ভাবনা চিন্তা করছে বলেও জানা গিয়েছে। হাওড়া- খড়্গপুর রেলওয়ের পাঁশকুড়া স্টেশনে নেমে ঘাটাল-পাঁশকুড়া রাস্তার বকুলতা হয়ে নাড়াজোল রাজবাড়ি যেতে হয়। পাঁশকুড়া থেকে নাড়াজোলের দূরত্ব ৪০ কিলোমিটার হবে। বর্তমানে নাড়াজোলে খাওয়ার ব্যবস্থা থাকলেও থাকার কোনও ব্যবস্থা নেই। আগামী অক্টোবর মাস থেকে এখানে থাকার ব্যবস্থাও হবে বলেই জানা গিয়েছে।
#ghatal #rajbari #narajole #malloraja
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: