করোনাকালের গৃহবন্দি দশা ঘুচিয়ে খাতায় কলমে পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা

Просмотров: 12   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
0
icon
Скачать
iconПодробнее о видео
আর অনলাইনে নয়। করোনাকালের গৃহবন্দি দশা ঘুচিয়ে ফের খাতায় কলমে পরীক্ষা দিতে চলেছে মাধ্যমিক পরীক্ষার্থীরা। আর এবারের পরীক্ষায় প্রশ্ন ফাঁস এড়াতে মরিয়া রাজ্য শিক্ষা দফতর। পরীক্ষা শুরুর আগে থেকেই স্পর্শকাতর এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। সেইসঙ্গে পরীক্ষার্থীদের কোভিড বিধি মেনে পরীক্ষা দিতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে পরে থাকতে হবে মাস্ক। পরীক্ষাকেন্দ্রে বসার ক্ষেত্রেও থাকবে শারীরিক দূরত্ব। পরীক্ষাকেন্দ্রে কেউ অসুস্থ হলে তার জন্য ব্যবস্থা রাখা হচ্ছে আইসোলেশন রুমের। এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

এই পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য গত কয়েকমাসে একাধিকবার বৈঠক হয়েছে। জেলাপ্রশাসনের কর্তাদের সঙ্গেও বৈঠক করেছে নবান্ন। তবে গত কয়েক বছরে প্রশ্নপত্র ফাঁস নিয়ে রীতিমত অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে।

মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে স্কুলঘর স্যানিটাইজ, রোল নম্বর বসানো ইত্যাদি করার পর এদিন স্কুলে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের স্যানিটাইজ ট্যানেল দিয়ে, মাস্ক ইত্যাদি বিতরণ করে পরীক্ষা হলে ঢোকানোর ব্যবস্থা লক্ষ্য করা গেল কড়িধ্যা জদুরায় হাই স্কুলে। এর পাশাপাশি দীর্ঘ এক বছর পর মাধ্যমিক পরীক্ষা হওয়ার কারণে পরীক্ষার্থীদের মধ্যে উৎসাহ যোগাতে বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল একটি করে ফুল গাছের চারা এবং একটি করে পেন। পড়ুয়াদের তরফ থেকেও এদিন পরীক্ষায় বুঝতে পেরে জানানো হয়েছে, খুব ভালো লাগছে। এতদিন আমরা আতঙ্কের মধ্যে ছিলাম এবার সেই আতঙ্ক থেকে বেরিয়ে পরীক্ষায় বসতে পারছি।জীবনের সর্বপ্রথম বড়ো পরীক্ষা যাতে ভালো করে ছাত্র ছাত্রীরা দিতে পারে সেই উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুর জেলার মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফুল, মিষ্টি, পেন এর সাথে মাস্কও দেওয়া হল স্টুডেন্ট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর পক্ষ থেকে। এছাড়াও তাদের পক্ষথেকে মাধ্যমিক চলাকালীন সময় ছাত্র ছাত্রী দের সবরকম সাহায্যের কথা জানানো হয়।

বিগত ২০২১ সালে করোনার কারণে বিনা পরীক্ষাতেই সবাইকে পাশ করিয়ে দিয়েছিল শিক্ষা দপ্তর। এবার এক লাফে ৫০ হাজার বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা বলে জানা গেছে। রাজ্যে এবার মাধ্যমিক পরীক্ষার্থী প্রায় ১১.২৭ লক্ষ। তার মধ্যে ৬.২৭ লক্ষ ছাত্রী ও ৫.৫৯ লক্ষ ছাত্র। পরীক্ষা হবে বেলা ১১.৪৫ মিনিট থেকে বেলা ৩ টে পর্যন্ত। এর মধ্যে প্রথম ১৫ মিনিট বরাদ্দ থাকবে প্রশ্নপত্র বণ্টন ও প্রশ্নপত্র পড়ার জন্য। জেলায় স্পর্শকাতর এলাকা নেই এখনো। সোমবার ৭ তারিখ পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের ৪৫ মিনিট আগে স্কুলে পৌঁছানোর কথা বলা হয়েছিল। তবে এবারে সোমবার থেকে শুরু হয়ে ১৪ তারিখ প্রজন্ত পরীক্ষা চলাকালীন সময়ে নিবিঘ্নে পরীক্ষা পর্ব শেষ করতে,পুলিশ, স্বাস্থ্য ও জেলা প্রশাসন সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।

#madhamikexam2022 #madhamikstudy #madhamikstudent
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  করোনাকালের গৃহবন্দি দশা ঘুচিয়ে খাতায় কলমে পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা - RusLar.Me