হয়তো কিছুটা দাম রয়েছে কিন্তু মুখে হাসি নেই আলুচাষিদের! আলু চাষের শুরু থেকে প্রায় মাস খানেক ধরে চলে একনাগাড়ে বৃষ্টি। বেশিরভাগ আলু চাষীকে আবার দ্বিতীয়বার লাগাতে হয়েছিল আলু। কোন রকম ভাবেই চাষীরা তাদের সারা বছরের অর্থকরী ফসল হিসেবে আলু চাষের উপরে জোর দিয়ে থাকে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এলাকায় চাষীদের মূল ভরসা আলুচাষ। আর শেষমেষ শুরু হয়েছে আলু তোলার কাজ।
আলু তোলার প্রসঙ্গে আলু চাষী উদয় মন্ডল জানান, “মাত্র দুই থেকে তিন প্যাকেট করে কাটা প্রতি আলু ফলায় লাভ হচ্ছে না। কোনরকমে চাষের খরচ টুকু আসবে।” অন্যদিকে আরেক চাষি জানান, “অতিবৃষ্টির ফলে আলুর ফলন খুব একটা ভাল হয়নি। বৃষ্টি না হলে হয়তো আলুর ফলন ভালো হলে এই দামটাও যথেষ্ট ছিল।”
হয়তো কিছুটা দাম রয়েছে কিন্তু চাষীদের মুখে সেই হাসিটা নেই। কারণ দাম থাকলেও চাষীদের আলু তেমনভাবে ফলেনি জানাচ্ছেন আলু চাষীরা। চন্দ্রকোনা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষের কথায়, “আলু চাষ করার পর প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে গেছে। যেহেতু সেটা বীমার আওতায় পড়ছে আমরা যথাযথ ব্যবস্থা করছি সেটাই ক্ষতিপূরণ চাষীদের পাইয়ে দেওয়ার।”
প্রসঙ্গত, ২০২১ সালের শীতকালের শুরু থেকে দফায় দফায় অকাল বৃষ্টিতে জেলার আলু চাষ অনেকখানি নষ্ট হয়েছে। আলুর মরশুমে প্রথম দফায় আলু লাগানোর পরেই ব্যাপক বৃষ্টির ফলে জেলার কয়েকশো বিঘা জমির আলু চাষ চলে যায় জলের তলায়। এরপর দ্বিতীয় দফায় পুনরায় জেলার কয়েক হাজার চাষি আলু লাগায়, কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় বেশ কিছু এলাকায় আলুতে ধসা রোগ লাগে। পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও শিলা বৃষ্টিতে শতাধিক বিঘা আলু নষ্ট হওয়ার উপক্রম দেখা দেয়। অন্যদিকে, আলুর দাম খোলাবাজারে বেশ চড়া হলেও, আলু চাষিরা সেই মোতাবেক দাম পাচ্ছেন না বলে অভিযোগ।
#Chandrakona #potato_cultivation #potato_farmers #potato_farmers_are_worried #West_Midnapore
রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।
রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:
রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇: