অভাবের সংসার; চায়ের দোকান চালিয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেল রিন্টু

Просмотров: 27   |   Загружено: 3 год.
icon
Rebel India News(রেবেল ইন্ডিয়া নিউজ)
icon
0
icon
Скачать
iconПодробнее о видео
কথায় বলে মনের ইচ্ছা থাকলেই উপায় হয়..দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের রিন্টু মালি যেন তারই উৎকৃষ্ট উদাহরণ। নিদারুন অভাবের সঙ্গে লড়াই করেও ডাক্তারি পরীক্ষায় সফল হলেন রিন্টু মালি..একসময় ডাক্তার হওয়ার স্বপ্নের মূল কাঁটা আর্থিক অনটন।ভালো জামা , জুতো নেই । পাঠ্য বই ছাড়া সহায়ক বই কেনার সামর্থ্য নেই । দক্ষিণ দিনাজপুরের রিন্টুর ক্ষেত্রে নেই-এর তালিকাটা ছিল বেশ দীর্ঘ..জাতীয় সড়কের পাশে একটি ছোট্ট চায়ের দোকান পরিবারের। যেখানে কোনো রকমে দুই বেলা খাওয়ার জোগাড় করতেই হিমশিম অবস্থা পরিবারের। সেই পরিস্থিতিতে ও স্বপ্ন দেখা থেমে থাকেনি রিন্টু মালির। ছেলেটা স্বপ্ন দেখতো একদিন বড় হয়ে পরিবারের দুঃখ কষ্ট দূর করবে। চরম প্রতিকূলতার মাঝেও অধ্যবসায় এবং মনের জেদ নিয়ে এগিয়ে চলা ছেলেটি 12ই সেপ্টেম্বর 2021 তারিখে নিট পরীক্ষায় বসে। এরপরই নিট পরীক্ষায় উত্তীর্ণ হয় ছেলেটি। 14ই ফেব্রুয়ারি 2022 মালদা মেডিকেল কলেজ হাসপাতালে MBBS পড়ার সুযোগ আসে। এ যেন হাতে চাঁদ পাওয়ার মতোই ব্যাপার..

ছেলের সাফল্যে আপ্লুত রিন্টু মালির মা মীরা মন্ডল মালি জানান, প্রবল আর্থিক অনটনের মধ্যেও নিজের সাফল্যকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে রিন্টু...জানা গিয়েছে, শহরে জাতীয় সড়কের পাশেই সরকারি জায়গায় বহু বছর ধরে বাসবাস করত রিন্টু ও তার পরিবার।

2020 সালে রাজনৈতিক সভার কারণে তড়িঘড়ি পৌরসভার পক্ষ থেকে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। মেধাবী ছাত্রটির পরীক্ষার আগে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। মাথার উপরে ছাদ না থাকলেও জীবনের লড়াইটা থেমে থাকেনি রিন্টুর, বুনিয়াদপুর হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষিকা কেয়া সরকার.. বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও তার পাশে দাঁড়ান সেই সময়। এছাড়াও শহরে গৌরাঙ্গ বাবু পার্থ বাবুর মত সহৃদয় মানুষজনদের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে যেতে থাকে রিন্টু।

বর্তমানে রেল লাইনের ধারে খুব কষ্টে এক চিলতে
টিনের ঘর তাদের। জীবনের নানান ঘাত-প্রতিঘাত দেখেছে রিন্টু স্বচক্ষে। কিন্তু হার মানেনি ছেলেটি। জীবনে পড়াশোনা করতে চাইলে দারিদ্রতা কখনোই বাধা হতে পারে না এমনটাই মনে করে ছেলেটি। কঠিন এই জীবন সংগ্রামের মাঝেই কেয়া ম্যাডাম সুজিত স্যারের মত শিক্ষকেরা বিনামূল্যে শিক্ষাদান করে গিয়েছে তাকে। দক্ষিণ দিনাজপুরের রিন্টু মালি এখন জেলার হাজার হাজার ছাত্র দের কাছে অনুপ্রেরণা।
ব্যুরো রিপোর্ট, রেবেল ইন্ডিয়া ডট লাইভ

#neet2022 #neetmotivation #neetexam

রেবেল ইন্ডিয়া নিউজের কথা:- আপনার এলাকার খবর, আপনার জেলার খবর, সারাদিন কোথায় কী বড় ঘটনা ঘটল, কোন খবরের প্রভাব আপনার উপর সবথেকে বেশি পড়ল, সব কিছুর ঠিকানা URL । আমরা বুঝি বাঙালি কী চায়। রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, একাধিক এজেন্সির দেওয়া তথ্য। সেই কারণেই টাটকা খবর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির হবে। এক ক্লিকেই জানতে পারবেন গুরুত্বপূর্ণ, জরুরী খবর।

রেবেল ইন্ডিয়া নিউজের Telegram চ্যানেলের সাথে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের WhatsApp গ্রুপে যুক্ত হবার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Facebook(Meta) পেজটি ফলো এবং লাইক করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Instagram পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:


রেবেল ইন্ডিয়া নিউজের Twitter পেজটি ফলো করার জন্য ক্লিক করুন নীচে দেওয়া লিঙ্কে 👇:

Похожие видео

Добавлено: 55 год.
Добавил:
  © 2019-2021
  অভাবের সংসার; চায়ের দোকান চালিয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেল রিন্টু - RusLar.Me